প্রতিটি মানুষেরই জীবনে সাফল্য পেতে বহু বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। নানান সমস্য়া ও প্রতিকূলতা কাটিয়ে উঠে তবে একজন ব্যক্তি সাফল্যের মুখ দেখেন। তবে এমন বহু ব্যক্তি আছেন যাঁরা প্রতিনিয়ত বাধা বিপত্তি সম্মুখিন হয়েও জীবনে সফল হতে পারছেন না। জ্যোতিষশাস্ত্রের মতে, ভাগ্য অনুযায়ী জীবনে নানা ঘটনা বা বিভিন্ন অনুকূল ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। রাশি ভেদে আমাদের ভাগ্যে নির্ধারণ করা থাকে আমাদের কর্মজীবন কেমন হবে। সেভাবেই আজ জেনে নেব, মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন হয়।
এই রাশির অধিকর্তা গ্রহ শনি। শনি গ্রহের জাতকদের নিঃসঙ্গ এবং একা থাকতে ভাল লাগে। এই রাশির ব্যক্তি সহিষ্ণু, পরিশ্রমী, জেদি, ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হয়। এই রাশির ব্যক্তি সহিষ্ণু, পরিশ্রমী, জেদি, ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হয়। সেই সঙ্গে এই রাশির জাতক জাতিকারা একনিষ্ঠতা এবং আত্মনির্ভর। সেই কারণেই কঠিন থেকে কঠিনতম কাজ এরা অনায়াসেই নিজ গুণেই করতে সক্ষম। আর এই কারণেই অফিসের অনেকেই এদের হিংসা করেন। আর তার থেকেই জন্ম নেয় গোপণ শত্রুতা। এই রাশির জাতক জাতিকাদের গুপ্ত শত্রুর সংখ্যা অধিক পরিমাণে থাকায় এদের কর্মজীবনে প্রচুর উত্থান পতন থাকে।