আপনার জন্ম কি কার্তিক মাসে, তবে আপনার মধ্যে এই রয়েছে এই বিশেষ গুণগুলি

Published : Oct 19, 2020, 09:51 AM IST
আপনার জন্ম কি কার্তিক মাসে, তবে আপনার মধ্যে এই রয়েছে এই বিশেষ গুণগুলি

সংক্ষিপ্ত

জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য় নির্ধারণে সাহায্য করে কোনও ব্যক্তির আচরণ ও তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে জন্ম মাসের উপর জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম মাস থেকে জেনে নিন কার্তিক মাসে জন্ম জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্পর্কে

জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। কারণ জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য় নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কার্তিক মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।

আরও পড়ুন- কার্তিক মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর, দেখে নিন

কার্তিক মাসে যাঁদের জন্ম এদের জীবন অতি কষ্টের মধ্যে দিয়ে কাটে। তবে এদের মানসিকতা উদার প্রকৃতির। এরা শিল্প রুচিসম্পন্ন, আলাপী, ভদ্র, বিনয়ী স্বভাবের হয়ে থাকে। এরা যে কোনও কাজ করার আগে প্রচুর চিন্তা-ভাবনা করে তারপরেই সিদ্ধান্ত নেন। এরা জনসাধারণের মধ্যে থেকে কাজ করা পছন্দ করে। আবার জনসাধারণ থেকে অপমানিতও হয়। এরা কোনও অবস্থাতেই অমর্যাদাপূর্ণ কাজ করে না। এদের বেশিরভাগ ক্ষেত্রেই কং বয়সে বিবাহের যোগ দেখা যায়। 

 

 

এরা খুবই ভদ্র স্বভাবের হয়ে থাকে, অথবা সে অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এদের জীবনে প্রতিষ্ঠিত হতে অতে হাড় ভাঙা খাটুনি খাটতে হয়।  এই মাসে জন্ম হলে সেই জাতকরা বন্ধুত্ব করতে খুব পছন্দ করেন। এই মাসে যাদের জন্ম তারা কাজ গোপন রাখতেই বেশি পছন্দ করে। জন্মছকে গ্রহের দোষ থাকলে বিলাসীতার কারণে প্রচুর অর্থ অপচয় করে। যে কোনও ক্ষেত্রেই পরিচালনা করার ক্ষমতা এদের থাকে। এরা দীর্ঘ ও সুঠাম দেহী, লম্বা ও চিন্তাশীল হয়। তবে বিবাহিত জীবনে মানসিক অশান্তির যোগ থাকে।

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গী আজ আর্থিক বিষয়েও আপনাকে সাহায্য করবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে প্রচুর লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল