আপনার প্রেমিকের কী এই রাশি, তাহলে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন

Published : Mar 06, 2022, 05:04 PM ISTUpdated : Mar 06, 2022, 05:06 PM IST
আপনার প্রেমিকের কী এই রাশি, তাহলে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন

সংক্ষিপ্ত

জেনে নিন আপনার মনের মানুষের রাশি (Zodiac Sign) কী। রাশি দেখে জেনে নিন সে  আপনার প্রতি প্রতিশ্রুতি বদ্ধ কি না। রাশি থেকে বোঝা যায়, কে কতটা প্রতিশ্রুতি বদ্ধ। জেনে নিন জ্যোতিষ (Astrology) মত।  

সম্পর্কে (Relation) আঘাত পেতে সকলেই ভয় পান। ঠকে যাওয়ার ভয়ে নতুন সম্পর্কে জড়াতে চান না অনেকেই। এবার আগে থেকে জেনে নিন আপনার মনের মানুষের রাশি (Zodiac Sign) কী। রাশি দেখে জেনে নিন সে  আপনার প্রতি প্রতিশ্রুতি বদ্ধ কি না। রাশি থেকে বোঝা যায়, কে কতটা প্রতিশ্রুতি বদ্ধ। জেনে নিন জ্যোতিষ (Astrology) মত।  

বৃষ রাশি (Taurus)
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সৎ ও অনুগত প্রকৃতির হয় বৃষ রাশির জাতক জাতিকারা। এদের খুবই ধৈর্য্য থাকে। ফলে, যে কোনও কাজে সফল হওয়ার জন্য কঠিন পরিশ্রম করতে পারে। তবে, একগুঁয়ে স্বভাবের হয় বৃষ রাশির জাতক জাতিকারা। তা সত্ত্বেও, এরা সম্পর্কের প্রতি খুবই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন। তাই আপনার সঙ্গের বৃষ রাশি হলে, চোখ বন্ধ করে তার প্রতি ভরসা করতে পারেন। 

মিথুন রাশি (Gemini)
সঙ্গীর প্রতি খুবই অনুগত হয় মিথুন রাশির জাতক জাতিকা। সম্পর্কের জন্য সব রকম সমস্যার সম্মুখীন হতে এরা প্রস্তুত। কাউকে একবার কথা দিলে, সে কথা, সে সব সময় রাখে। মিথুন রাশির জাতক জাতিকারা খুবই বিশ্বাসী হন। এদের প্রতি ভরসা করতে পারেন। 

কর্কট রাশি (Cancer)
অত্যন্ত সংবেদনশীল স্বভাবের হয় কর্কট রাশির জাতক জাতিকারা। এরা দুর্বল স্বভাবের হয়। বিশেষ করে যখন তারা একজন ব্যক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়। তাবে কারও কাছে সঙ্গীর বদনাম করবেন না। এই কথা কোনও ভাবে তার কাছে পৌঁছালে, সমস্যায় পড়তে পারেন।    

সিংহ রাশির (Leo)
এরা সঙ্গীর প্রতি অত্যন্ত অনুগত হন সংহা রাশির জাতক জাতিকারা। দয়ালু স্বভাবের হয় এরা। সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত সিংহ রাশির ছেলে মেয়েরা। এদের যে কোনও কথা ভরসা করে বলা যায়। এই রাশির ছেলে-মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন। এরা সম্পর্কের প্রতি খুবই লয়াল হয়ে থাকেন।    

বৃশ্চিক রাশি (Scorpio)
বৃশ্চিক রাশির ছেলে-মেয়েরা সম্পর্কের প্রতি খুবই যত্নশীল হন। তবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও সহজে কাউকে বিশ্বাস করেন না। তারা মনে করে যে, কেউ তাদের সঙ্গে যে কেউ খারাপ করতে পারে। কোনও ব্যক্তিকে এরা ভরসা করতে পারে না। তবে, এরা যদি কারও সঙ্গে সম্পর্কে জড়ান, তাহলে তার প্রতি খুবই অনুগত হন।  

আরও পড়ুন- অল্প দিনেই ধনী ও সব সুখবর পেতে, ঘরে রাখুন রুপোর মাছ

আরও পড়ুন- দাম্পত্য সমস্যা কাটাতে, বিয়ের ঠিক হওয়ার আগেই করুন এই কাজটি

আরও পড়ুন- এই সপ্তাহ ৬ রাশির সন্তানের বিষয়ে চিন্তা বাড়বে, দেখে নিন এই সপ্তাহের রাশিফল
 

PREV
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্ক শুভ পরিণয়ে সম্পন্ন হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: এদের জন্য আজ লাভজনক দিন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল