Published : Mar 19, 2025, 06:05 PM ISTUpdated : Mar 19, 2025, 06:08 PM IST
হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া, তাদের নতুন OBD2B-কমপ্লায়েন্ট শাইন ১০০ লঞ্চ করেছে। যার দাম শুরু হচ্ছে ৬৮,৭৬৭ টাকা (এক্স-শোরুম)। হোন্ডা শাইন ১০০ হল এই প্রস্তুতকারকের সবচেয়ে সাশ্রয়ী মোটরসাইকেল।