Top 10 Cheapest Bikes: সাধ্যের মধ্যেই দু-চাকা! সস্তার সেরা দশটি বাইক কোনগুলি জানেন?

Published : Mar 18, 2025, 05:39 PM IST

এখন আরও সাধ্যের মধ্যে দু-চাকা। দেখে নিন সস্তার সেরা দশটি বাইক কোনগুলি (Top 10 Cheapest Bikes)?

PREV
110
Top 10 Cheapest Bikes: তালিকার একেবারে শুরুতেই আছে হিরো এইচএফ ১০০ (Hero HF 100)

হিরো মোটোকর্পের তৈরি অন্যতম সেরা বাইক বলা চলে। যেটিতে ৯৭.২ সিসির এয়ার কুলড ৪ স্ট্রোকের একটি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এবং এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫৯,০১৮ টাকা থেকে। 

210
এরপরেই আছে বাজাজ সিটি ১১০এক্স (Bajaj CT 110X)

বাজাজের এই মডেলটিতে একটি ডিটিএস আই ইঞ্জিন, যেটি থেকে ৮.৬ পিএস পাওয়ার এবং ৯.৮১ এনএম টর্ক শক্তি উৎপন্ন হয়ে থাকে (Top 10 Cheapest Bikes in India)। সেইসঙ্গে, বাইকটিতে রয়েছে একটি ১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। মাইলেজ ৭০ কিমি প্রতি লিটার। মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭০,০১৬ টাকা থেকে।

310
তৃতীয় স্থানে রয়েছে হিরো এইচএফ ডিলাক্স (Hero HF Deluxe)

এই মডেলটিতে ৯৭.২ সিসি এয়ার-কুলড একটি ইঞ্জিন রয়েছে। মাইলেজ ৭০ কিলোমিটার প্রতি লিটার। বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫৯,৯৯৮ টাকা থেকে। 

410
এবার আসা যাক টিভিএস রেডিয়ন (TVS Radeon)-এর কথায়

বাইকটি একটি ১০৯.৭ সিসি এয়ার-কুলড ইঞ্জিন দ্বারা চালিত। ফুয়েল ট্যাঙ্কটি ১০ লিটারের এবং মাইলেজ ৭৩.৬৮ কিলোমিটার প্রতি লিটার। এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬২,৬৩০ টাকা থেকে (Top 10 affordable bikes)। 

510
তালিকার পঞ্চম স্থানে রয়েছে টিভিএস স্পোর্ট (TVS Sport)

এই বাইকটিতে সিঙ্গল সিলিন্ডার ৪ স্ট্রোকের ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন রয়েছে। শক্তির দিক দিয়ে বিচার করলে, ৭৩৫০ আরপিএমে ৬.০৩ কিলোওয়াট শক্তি উৎপন্ন হয় এই ইঞ্জিনটি থেকে (Top 10 Cheapest Bike News)। ৯০ কিমি প্রতি ঘণ্টায় গতি ওঠে মডেলটির। এক্স-শোরুম দাম রয়েছে ৫৯,৮৮১ টাকা।

610
তারপরেই আছে বাজাজ প্লাটিনা ১১০ (Bajaj Platina 110)

বাজাজের অন্যতম সেরা মডেল এটি।এটিতে রয়েছে ১১৫.৪৫ সিসি এয়ার-কুলড ইঞ্জিন এবং ১১ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। মাইলেজ ৭০ কিলোমিটার প্রতি লিটার। এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬৮,৬৮৫ টাকা থেকে। 

710
এবার আসা যাক হোন্ডা সিডি ১১০ ড্রিম (Honda CD 110 Dream) বাইকটির কথায়

মডেলটিতে রয়েছে একটি ১০৯.৫১ সিসি এয়ার-কুলড ইঞ্জিন এবং ৯.১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। মাইলেজ ৬৫ কিলোমিটার প্রতি লিটার। বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭৩,৪০০ টাকা থেকে। 

810
এরপরেই আছে হিরো স্প্লেন্ডার প্লাস (Hero Splendor Plus)

এই মডেলটিতে ৯৭.২ সিসি এয়ার-কুলড একটি ইঞ্জিন রয়েছে। ফুয়েল ট্যাঙ্ক ৯.৮ লিটারের এবং মাইলেজ ৭০ কিমি প্রতি লিটার। বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭৫,৪৪১ টাকা থেকে।

910
তালিকার নবম স্থানে আছে হন্ডা লিভো (Honda Livo)

বাইকটিতে একটি ১০৯.৫১ সিসি এয়ার-কুলড ইঞ্জিন এবং ৯ লিটারের ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। মডেলটির মাইলেজ ৭০ কিলোমিটার প্রতি লিটার। বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে  ৭৮,৬৫০ টাকা থেকে। 

1010
সবশেষে রয়েছে বাজাজ প্লাটিনা ১০০ (Bajaj Platina 110)

বাইকটিতে একটি ১১৫.৪৫ সিসির এয়ার-কুলড ইঞ্জিন এবং ১১ লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক আছে। মাইলেজ ৭০ কিলোমিটার প্রতি লিটার এবং বাইকটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৬৮,৬৮৫ টাকা থেকে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories