Affordable Car in India: মধ্যবিত্ত মানুষদের গাড়ি চড়া এখন সত্যিই সাধ্যের মধ্যে। স্বপ্নপূরণ করতে সঙ্গে আছে মারুতি সুজুকি অল্টো(Maruti Suzuki Alto)
Affordable Car in India: দেশে সবথেকে বেশি যে গাড়িগুলি বিক্রি হয়ে থাকে, তার মধ্যে অন্যতম একটি মডেল হল অল্টো। তার কারণ অবশ্যই এটির সাশ্রয়ী মূল্য, কমফোর্ট ফিল, ফুয়েল দক্ষতা এবং অত্যাধুনিক ফিচার। শুধু তাই নয়, কমপ্যাক্ট স্টাইলিং এবং একটি দুর্দান্ত ইঞ্জিনের সঙ্গেই গ্রাহকদের সমস্ত চাহিদা পূরণ করে আসছে Maruti Suzuki Alto।
বিশেষ করে ভারতের গাড়ি বাজারে ৩ লক্ষ টাকারও কম দাম এই গাড়িটির। যদিও নয়া মডেলের চাপে এবং অন্যান্য সংস্থার একাধিক মডেলের সঙ্গে সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে এটিকে। যার ফলে, গাড়িটির বিক্রি কমেছে প্রায় ২৭% হারে। চলতি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে, এই গাড়িটি মাত্র ৮,৫৪১টি ইউনিট বিক্রি হয়েছে (affordable car in India)।
যেখানে ঠিক ১ বছর আগে, গত ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই গাড়িটি মোট ১১,৭২৩ ইউনিট বিক্রি হয়েছিল। কিন্তু তারপর সেই গাড়িটির বিক্রি বন্ধ করে দেয় Maruti। বদলে চালু করে Alto K10।
নিঃসন্দেহে বলা চলে, মধ্যবিত্তের স্বপ্নের গাড়ি হল এই Maruti Alto। ফিরে এল একেবারে নতুন লুকে! আর এই Maruti Alto K10-এ রয়েছে একটি ৯৯৮ cc-র ইঞ্জিন। যেটি ৫৫০০ rpm-এ ৪০.৩৬ bhp এবং ৩৫০০ rpm-এ ৬০ Nm টর্ক তৈরি করতে পারে (affordable cars in India under 5 Lakhs)৷
শহরের ব্যস্ত ট্র্যাফিকের মধ্যে গাড়ি চালানোর সময়, সর্বোচ্চ আরামের কথা মাথায় রেখেই এই ইঞ্জিনটি তৈরি করা হয়েছে। কারণ, 5MT ট্রান্সমিশন সহ হালকা ওজনের সামগ্রিক কর্মক্ষমতা এবং ফুয়েল দক্ষতায় বিশেষ অবদান রাখতে সক্ষম এই ইঞ্জিনটি। মূলত এটি একটি পেট্রোল চালিত গাড়ি।
অন্যদিকে, ৩৩.৪০ কিমি মাইলেজ এবং চমৎকার ফুয়েল-ইকোনমি লেভেল বজায় রাখে এই মডেলটি। তাছাড়া ২৭ লিটারের একটি পেট্রোল ট্যাঙ্কও রয়েছে গাড়িটিতে।
গাড়িটির দামও কমেছে অনেকটাই। এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ২.৯৪ লক্ষ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম ৫.১৩ লক্ষ টাকা। এটি ভারতীয় বাজারে সবচেয়ে সস্তা গাড়িগুলির মধ্যে একটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।