Auto News: বিক্রির হার নিম্নমুখী! বাজার থেকে এই জনপ্রিয় গাড়িটি তুলে নিচ্ছে মারুতি?

Published : Apr 01, 2025, 02:47 PM ISTUpdated : Apr 04, 2025, 10:28 PM IST
Maruti Alto K10 Interior

সংক্ষিপ্ত

Auto News: একটা সময় বাজার কাঁপিয়েছে। কিন্তু এবার এই মডেলটি উঠে যাচ্ছে বাজার থেকে।

Auto News: ভারতের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা সংস্থা Maruti Suzuki এবার তাদের জনপ্রিয় সেডান মডেল Ciaz গাড়িটির উৎপাদন বন্ধ করে দিতে চলেছে। জানা যাচ্ছে, চলতি এপ্রিল মাস থেকেই আর বিক্রি হবে না মারুতি সুজুকির এই Ciaz মডেলটি।

দীর্ঘদিন যাবৎ এই মডেলটির বিক্রি ক্রমশই কমতে থাকায় এবার বড়সড় সিদ্ধান্তের পথেই হাঁটল বহুজাতিক এই গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি। একটা সময় অত্যন্ত জনপ্রিয় ছিল এই সেডান মডেলটি। কিন্তু বর্তমানে গাড়ি বাজারে যেভাবে SUV দাপট দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে নিজের জায়গা ধরে রাখতে পারল না গাড়িটি।

পরিসংখ্যান বলছে, গত ২০২২ সালে মারুতি সিয়াজ মোট ১৫,৮৬৯ ইউনিট বিক্রি হয়েছিল। কিন্তু ২০২৩ সালে, সেই বিক্রি কমে যায় অনেকটাই। হিসেব বলছে, তা গিয়ে দাঁড়ায় ১৩,৬১০ ইউনিটে। গত ২০২৪ সালে, তা আরও নেমে গিয়ে দাঁড়ায় ১০,৩৩৭ ইউনিটে।

গত ২০২৪ সালের জানুয়ারি মাসে, Maruti Suzuki মাত্র ৫৯০টি ইউনিট Ciaz বাজারে বিক্রি করতে পেরেছে। গত বছরের ঠিক এই সময়ে মাত্র ৩১৯টি ইউনিট Ciaz বিক্রি হয়েছিল। অর্থাৎ, এই গাড়িটি বিক্রির হাল বেশ খারাপ হচ্ছিল। আর তাই এইরকম পরিস্থিতি বুঝেই Maruti Suzuki বুঝতে পারে যে, Ciaz-এর ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয় আগামীদিনের জন্য। তাই সম্ভবত বাজার থেকে গাড়িটি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল তারা।

বিশেষজ্ঞদের মতে, Maruti Ciaz-এর জনপ্রিয়তা হারানোর পিছনে বেশ অনেকগুলি কারণ রয়েছে। উল্লেখ্য, এই গাড়িটির দাম ৯-১১ লক্ষ টাকার মধ্যে ছিল। এদিকে এই বাজেটে এখন একাধিক ফিচারযুক্ত SUV বাজারে লঞ্চ করে গেছে। তাছাড়া বাজারে চালু এসইউভি মডেলগুলিতে প্রচুর ফিচার এবং আধুনিক প্রযুক্তিও পাওয়া যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে গ্রাহকরা যে আর সিয়াজ কিনতে চাইবেন না, এটাই স্বাভাবিক।

আর তাই মারুতি সুজুকি এবার এই কঠিন সিদ্ধান্তটি নিয়েই ফেলল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের জন্য কীভাবে আবেদন করবেন?
একাধিক ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি, দেখে নিন এক ঝলকে, রইল বিস্তারিত