নিঃসন্দেহে এই বাইকের ফিচার তরুণদের আকর্ষিত করবে। পেট্রোলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধির সময়, Oben Roar ইলেকট্রিক বাইকটি মাসে মাত্র ১৫০ টাকা খরচে চালানো সম্ভব। ভারতীয় স্টার্টআপ Oben Electric-এর এই বাইকটি তরুণ গ্রাহকদের জন্যই বিশেষভাবে ডিজাইন করা। বর্তমানে ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে মডেলটিতে।