সেখানে গাড়ি ক্রেতারা সবসময় সেরা ডিলটি খোঁজেন। দেখে নিন কোন গাড়িগুলো আপনার জন্য সেরা।
মারুতি সুজুকি XL6
মারুতি সুজুকির অন্য গাড়িগুলোর মতো XL6 হয়তো ততোটা জনপ্রিয় নয়, তবে এর দ্বিতীয় সারিতে আলাদা সিট রয়েছে। XL6 এ ১.৫ লিটারের পেট্রল ইঞ্জিন রয়েছে। পেট্রল এবং সিএনজি দুটোতেই পাওয়া যায়। পেট্রল ভার্সনের দাম শুরু ১১.৭১ লাখ থেকে।