গাড়ি কিনতে ইচ্ছে করছে? নতুন রূপে বাজারে আসছে মারুতি ডিজায়ার, বিশদে জানুন

Published : Oct 20, 2024, 11:53 PM ISTUpdated : Oct 20, 2024, 11:54 PM IST
গাড়ি কিনতে ইচ্ছে করছে? নতুন রূপে বাজারে আসছে মারুতি ডিজায়ার, বিশদে জানুন

সংক্ষিপ্ত

আগামী ৪ঠা নভেম্বর ভারতের বাজারে নতুন মারুতি ডিজায়ার লঞ্চ হবে। আপডেটেড ডিজায়ারের এক্সটিরিয়র এবং ইন্টেরিয়রে বড় পরিবর্তন আসছে। 

আগামী ৪ঠা নভেম্বর ভারতের বাজারে নতুন মারুতি ডিজায়ার লঞ্চ হবে। আপডেটেড ডিজায়ারের এক্সটিরিয়র এবং ইন্টেরিয়রে বড় পরিবর্তন আসছে। গাড়ির ভিতরে ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, আপডেটেড সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের মতো নতুন ফিচার থাকবে। 

সেডান গাড়ির চাহিদা ভারতে বেশ ভালো। যদি আপনি নতুন সেডান কেনার পরিকল্পনা করেন, তাহলে এই খবরটি আপনার জন্য। দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি তাদের জনপ্রিয় সেডান ডিজায়ারের নতুন সংস্করণ বাজারে আনতে চলেছে। ভারতের রাস্তায় টেস্ট ড্রাইভের সময় বেশ কয়েকবার নতুন মারুতি সুজুকি ডিজায়ার দেখা গেছে।

রিপোর্ট অনুযায়ী, ৪ঠা নভেম্বর ভারতের বাজারে নতুন মারুতি ডিজায়ার লঞ্চ হবে। আপডেটেড ডিজায়ারের এক্সটিরিয়র এবং ইন্টেরিয়রে বড় পরিবর্তন আসছে বলে জানা গেছে। নতুন মারুতি ডিজায়ারের ফিচার, ইঞ্জিন এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ডিজাইন
নতুন ডিজায়ারের সামনের দিকে সুজুকির লোগো সহ একটি স্প্লিট গ্রিল দেখা যাচ্ছে। হেডল্যাম্প নতুন সুইফ্টের মতো। এই ৫ সিটার গাড়িতে ব্ল্যাক ফিনিশের নতুন ডুয়েল-স্পোক অ্যালয় হুইল থাকবে। পিছনের দিকে নতুন ডিজাইনের এলইডি টেল ল্যাম্প এবং নতুন বাম্পার দেখা যাচ্ছে।

আকর্ষণীয় ফিচার
গাড়ির ভিতরে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট সহ ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, আপডেটেড সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের মতো নতুন ফিচার থাকবে। সুরক্ষার জন্য মাল্টিপল এয়ারব্যাগ এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরা থাকবে। এছাড়াও গাড়িতে সানরুফ থাকবে বলে জানা গেছে।

ইঞ্জিন
নতুন ডিজায়ারে ১.২ লিটার ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকবে, যা ৮০bhp শক্তি এবং ১১২Nm টর্ক উৎপন্ন করবে। গাড়িতে ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন অপশন থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

EV Scooter: মাত্র ৫৭,৭৫০ টাকায় বাজারে এবার নতুন ই-স্কুটার, গ্রাহকদের জন্য বিরাট সুযোগ?
হুন্ডাই ক্রেটাকে টেক্কা দিতে প্রস্তুত Nissan Kait, দেখে নিন কী কী সুবিধা মিলবে এই গাড়িতে