গাড়ি কিনতে ইচ্ছে করছে? নতুন রূপে বাজারে আসছে মারুতি ডিজায়ার, বিশদে জানুন

আগামী ৪ঠা নভেম্বর ভারতের বাজারে নতুন মারুতি ডিজায়ার লঞ্চ হবে। আপডেটেড ডিজায়ারের এক্সটিরিয়র এবং ইন্টেরিয়রে বড় পরিবর্তন আসছে। 

Subhankar Das | Published : Oct 20, 2024 6:23 PM IST / Updated: Oct 20 2024, 11:54 PM IST

আগামী ৪ঠা নভেম্বর ভারতের বাজারে নতুন মারুতি ডিজায়ার লঞ্চ হবে। আপডেটেড ডিজায়ারের এক্সটিরিয়র এবং ইন্টেরিয়রে বড় পরিবর্তন আসছে। গাড়ির ভিতরে ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, আপডেটেড সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের মতো নতুন ফিচার থাকবে। 

সেডান গাড়ির চাহিদা ভারতে বেশ ভালো। যদি আপনি নতুন সেডান কেনার পরিকল্পনা করেন, তাহলে এই খবরটি আপনার জন্য। দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি তাদের জনপ্রিয় সেডান ডিজায়ারের নতুন সংস্করণ বাজারে আনতে চলেছে। ভারতের রাস্তায় টেস্ট ড্রাইভের সময় বেশ কয়েকবার নতুন মারুতি সুজুকি ডিজায়ার দেখা গেছে।

Latest Videos

রিপোর্ট অনুযায়ী, ৪ঠা নভেম্বর ভারতের বাজারে নতুন মারুতি ডিজায়ার লঞ্চ হবে। আপডেটেড ডিজায়ারের এক্সটিরিয়র এবং ইন্টেরিয়রে বড় পরিবর্তন আসছে বলে জানা গেছে। নতুন মারুতি ডিজায়ারের ফিচার, ইঞ্জিন এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ডিজাইন
নতুন ডিজায়ারের সামনের দিকে সুজুকির লোগো সহ একটি স্প্লিট গ্রিল দেখা যাচ্ছে। হেডল্যাম্প নতুন সুইফ্টের মতো। এই ৫ সিটার গাড়িতে ব্ল্যাক ফিনিশের নতুন ডুয়েল-স্পোক অ্যালয় হুইল থাকবে। পিছনের দিকে নতুন ডিজাইনের এলইডি টেল ল্যাম্প এবং নতুন বাম্পার দেখা যাচ্ছে।

আকর্ষণীয় ফিচার
গাড়ির ভিতরে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট সহ ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস স্মার্টফোন চার্জার, আপডেটেড সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোলের মতো নতুন ফিচার থাকবে। সুরক্ষার জন্য মাল্টিপল এয়ারব্যাগ এবং ৩৬০-ডিগ্রি ক্যামেরা থাকবে। এছাড়াও গাড়িতে সানরুফ থাকবে বলে জানা গেছে।

ইঞ্জিন
নতুন ডিজায়ারে ১.২ লিটার ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকবে, যা ৮০bhp শক্তি এবং ১১২Nm টর্ক উৎপন্ন করবে। গাড়িতে ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন অপশন থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

কালীপুজোর দিনে নবদ্বীপের বড় বাজারে পুলিশের হানা, বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি, গ্রেফতার এক ব্যবসায়ী
অন্ধকারে মশাল হাতে আগমেশ্বরী মাতার নিরঞ্জন! Shantipur-এর রাজপথে ভক্তদের জোয়ার | Kali Puja 2024
গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তৃণমূল, পুলিশের সামনেই বিধায়কের সঙ্গে এ কী করলেন পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি?
Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar