মুদিখানা থেকে ফোনের খরচ
টাকা সঞ্চয় করতে চাইলে মুদিখানা থেকে ফোনের খরচ সব কমাতে হবে। যে খাতে যতটা দরকার ততটা খরচ করুন। তার বেশি খরচ করলে আপনিই বিপদে পড়বেন। ছোট ছোট জিনিসের দিকে খেয়াল রাখুন তবেই স্বপ্ন পূরণ হবে।
অব্যবহৃত জিনিস বিক্রি করে দিন
অনেকের বাড়িতেই অব্যবহৃত জিনিস থাকে। সেগুলোকে বিক্রি করে দিন। এতে বাড়িও পরিষ্কার হবে সঙ্গে টাকাও আসবে। আর সেই টাকা গাড়ি কেনার জন্য সঞ্চয় করে রাখুন। ভবিষ্যতে আপনারই সুবিধা।