হোন্ডা অ্যাক্টিভা 7G-তে অনেক নতুন ও আধুনিক ফিচার্স দেখা যেতে পারে, যা এটিকে আগের মডেলের থেকে আরও স্মার্ট ও কার্যকরী করে তুলবে।
ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার - এতে স্পিড, ফুয়েল লেভেল, ট্রিপ মিটার-এর মতো তথ্য ডিজিটাল স্ক্রিনে পাওয়া যাবে।
স্মার্টফোন কানেকশন - ব্লুটুথ সাপোর্ট-এর সাথে নেভিগেশন ও কল অ্যালার্ট-এর মতো ফিচার্স পাওয়া যাবে।
USB চার্জিং পোর্ট - লম্বা রাইডের সময় মোবাইল চার্জ করার সুবিধা পাওয়া যাবে।
বড় আন্ডার সিট স্টোরেজ - হেলমেট ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখার জন্য বেশি জায়গা।
সুরক্ষা ও আরামের দিকে বিশেষ নজর
রাইড করার সময় সুরক্ষার জন্য অ্যাক্টিভা 7জি-তে অনেক উন্নতি করা হতে পারে।
টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন - খারাপ রাস্তাতেও এটি স্মুথ রাইডিং-এর অভিজ্ঞতা দেবে।
কম্বি-ব্রেকিং সিস্টেম (CBS) - ব্রেকিং-এর সময় ভালো স্টেবিলিটি দেবে।
পেছনের দিকে শক অ্যাবসর্বার - রাস্তার অবস্থা যেমনই হোক, আরামদায়ক যাত্রা নিশ্চিত করবে।