উৎসবের মরশুমে যারা গাড়ি কিনতে চান, তাদের জন্য বড় খবর। জিএসটি সংস্কারের পর, হুন্ডাই তাদের জনপ্রিয় গাড়ির মডেল ক্রেটা, ভার্না, আই২০ সহ একাধিক মডেলের দাম অনেকটাই কমাচ্ছে। এই পরিবর্তন আগামী ২২শে সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে। এর গোলে, গ্রাহকদের জন্য লাখ লাখ টাকা সাশ্রয়ের সুযোগ তৈরি হচ্ছে। তাও আবার কিনা উৎসবের সময়।