Affordable Cars in India: সস্তা হলেও দারুণ মডেল! দেশের অন্যতম সেরা পাঁচটি গাড়ি হদিশ জানেন?
Affordable Cars in India:গাড়িপ্রেমীদের জন্য বড় খবর। দেশের অন্যতম সেরা পাঁচটি সস্তার গাড়ি কোনগুলি (affordable cars in india)?

মারুতি এস-প্রেসো (Maruti S Presso)
প্রথমেই আসা যাক মারুতি এস-প্রেসোর (Maruti S Presso) কথায়। নিঃসন্দেহে দুর্দান্ত একটি মডেল গ্রাহকদের জন্য। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.২৬ লক্ষ টাকা থেকে। তাছাড়া এই মডেলটি ২৪.১২-২৫.৩০ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম। একটি ৯৯৮ সিসি-র পেট্রোল ইঞ্জিন এবং একটি ৯৯৮ সিসি-র CNG ইঞ্জিন রয়েছে গাড়িটিতে (affordable cars in india)।
টাটা টিয়াগো (Tata Tiago)
এবার কথা বলব, টাটা টিয়াগো সম্পর্কে। টাটা গ্রুপের অন্যতম সেরা একটি মডেল এটি। গাড়িটির এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৫ লক্ষ টাকা থেকে। এটি মাইলেজ দিতে পারে ১৯ কিমি প্রতি লিটার। টাটা টিয়াগোর ফিচারগুলির মধ্যে অন্যতম হল কীলেস-এন্ট্রি, পুশ-বাটন স্টার্ট/স্টপ, ক্রুজ কন্ট্রোল, একটি রিভার্স ক্যামেরা এবং একটি নতুন ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন (cheap cars in india 2025)। পেট্রোল সহ সিএনজি, সবই উপলব্ধ রয়েছে টিয়াগোতে। টাটা মোটরস টিয়াগোতে ৫-স্পিড ম্যানুয়াল এবং ৫-স্পিড অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনের (AMT) ব্যবস্থাও রেখেছে। সেইসঙ্গে, ১.২-লিটার সহ তিনটি সিলিন্ডার ইঞ্জিন রয়েছে গাড়িটিতে।
মারুতি সেলেরিও (Maruti Celerio)
এরপর মারুতি সেলেরিওর কথায়। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৬৪ লক্ষ টাকা থেকে। মারুতির এই মডেলটিতে একটি ৯৯৮ সিসি-র পেট্রোল ইঞ্জিন এবং একটি ৯৯৮ সিসি-র CNG ইঞ্জিন রয়েছে। অন্যদিকে, মডেলটি ২৫-২৬ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে পারে (affordable cars in india under 10 lakhs)।
রেনল্ট কুইড (Renault Kwid)
বাজার কাঁপানো আরেকটি সেরা মডেল হল রেনল্ট কুইড (Renault Kwid)। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.৭০ লক্ষ টাকা থেকে। অন্যদিকে, এই মডেলটি মাইলেজ দেয় ২২ কিমি প্রতি লিটার। তাছাড়া গাড়িটিতে একটি ৯৯৯ সিসি-র পেট্রোল ইঞ্জিন এবং একটি ৯৯৯ সিসি-র CNG ইঞ্জিনও রয়েছে (affordable cars in india)।
মারুতি আল্টো কে১০ (Maruti Alto K10)
ভারতের রাস্তায় চলা অন্যতম একটি জনপ্রিয় গাড়ি হল মারুতি আল্টো কে১০ (Maruti Alto K10)। যে গাড়িটি ২৪-২৫ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম। এই মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৪.২৩ লক্ষ টাকা থেকে। গাড়িটিতে একটি ৯৯৮ সিসি-র পেট্রোল ইঞ্জিন এবং একটি ৯৯৮ সিসি-র CNG ইঞ্জিন রয়েছে (cheapest cars in india 2025)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

