Mahindra Cars: মাহিন্দ্রা BE.06 ব্যাটম্যান এডিশন, মাত্র ৩০০টি SUV লঞ্চ করল সংস্থা

Published : Aug 15, 2025, 04:14 PM IST
Mahindra Cars: মাহিন্দ্রা BE.06 ব্যাটম্যান এডিশন, মাত্র ৩০০টি SUV লঞ্চ করল সংস্থা

সংক্ষিপ্ত

Mahindra Cars: মাহিন্দ্রা BE.06 ব্যাটম্যান এডিশন ভারতে ২৭.৭৯ লক্ষ টাকা এক্স-শোরুম দামে লঞ্চ করা হয়েছে। এই লিমিটেড এডিশনেড় মডেলটি মাত্র ৩০০টি ইউনিটে পাওয়া যাবে এবং বুকিং শুরু হবে আগামী ২৩ অগাস্ট থেকে।

Mahindra Cars: মাহিন্দ্রা BE.06 ব্যাটম্যান এডিশন লঞ্চ হল ভারতে। ২৭.৭৯ লক্ষ টাকা এক্স-শোরুম দামে লঞ্চ করা হয়েছে গাড়িটি। ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে কোম্পানির সহযোগিতায় এই বিশেষ মডেলটি ডিজাইন করা হয়েছে বলে মাহিন্দ্রার তরফে জানানো হয়েছে। 

মডেলটির বুকিং উইন্ডো আগামী ২৩ অগাস্ট খুলবে 

তবে গাড়িটির ডেলিভারি শুরু হবে ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর। লিমিটেড রান এডিশন হওয়ার ফলে, ভারতে মাত্র ৩০০টি ইউনিট বিক্রি হবে বলে জানা গেছে। উল্লেখ্য, গাড়ির দামের মধ্যে চার্জার এবং ইনস্টলেশন খরচ অবশ্য অন্তর্ভুক্ত রাহা হচ্ছে না। মাহিন্দ্রা ৭.২kW ইউনিটের জন্য ৫০,০০০ টাকা এবং ১১.২kW ইউনিটের জন্য ৭৫,০০০ টাকা অতিরিক্ত খরচ করে দুটি চার্জার অপশন পাওয়া যাবে। SUV টি ১৭৫kW ডিসি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

টপ-এন্ড প্যাক থ্রি ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে, BE.06 ব্যাটম্যান এডিশনে একটি বড় ৭৯kWh ব্যাটারি প্যাক, ২৮৬bhp শক্তি এবং ৩৮০Nm টর্ক উৎপাদনকারী একটি রিয়ার-অ্যাক্সেল-মাউন্টেড ইলেকট্রিক মোটর রয়েছে। এই কনফিগারেশনের ফলে, মাত্র একবার চার্জ দিলে ৬৮২ কিলোমিটার ARAI-রেটেড রেঞ্জ প্রদান করতে পারে গাড়িটি।

মাহিন্দ্রা BE.06 ব্যাটম্যান এডিশন শুধুমাত্র কাস্টম স্যাটিন কালো রঙে পাওয়া যায়

অ্যালকেমি গোল্ড রঙের সাসপেনশন এবং ব্রেক ক্যালিপার, R20 অ্যালয় চাকা, সামনের দরজায় ব্যাটম্যান ডেকাল, পিছনের দরজার ক্ল্যাডিং-এ 'ব্যাটম্যান এডিশন' সিগনেচার স্টিকার, সামনের কোয়ার্টার প্যানেলে দ্য ডার্ক নাইট ট্রিলজির ব্যাট সিম্বল, পিছনের বাম্পার, হাব ক্যাপ, জানালা এবং পিছনের উইন্ডশিল্ড এটিকে একটি স্পোর্টি লুক পদিয়ে থাকে।

কেবিনের ভিতরেও স্পোর্টি কালো থিম থাকছে। মাহিন্দ্রা BE.06 ব্যাটম্যান এডিশনে সোনালী সেপিয়া অ্যাকসেন্ট স্টিচিং সহ সুয়েড এবং চামড়ার আপহোলস্ট্রি ও দ্য ডার্ক নাইট ট্রিলজি ব্যাট সিম্বল রয়েছে। ড্যাশবোর্ডে ব্রাশ করা অ্যালকেমি গোল্ড ব্যাটম্যান এডিশন প্লেক, নাম্বারিং, চারকোল চামড়ার ইন্সট্রুমেন্ট প্যানেল এবং ড্রাইভারের ককপিটের চারপাশে ব্রাশ করা সোনালী হ্যালো এর স্পোর্টি লুককে যেন আরও বৃদ্ধি করে দেয়।

টপ-এন্ড প্যাক থ্রি ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে তৈরি মাহিন্দ্রা BE.06 ব্যাটম্যান এডিশন পাঁচটি রাডার এবং একটি ক্যামেরা সহ লেভেল-২ ADAS, অগমেন্টেড রিয়েলিটি HUD, ব্লাইন্ড স্পট ডিটেকশন, লেন সেন্টারিং, জরুরি স্টিয়ারিং অ্যাসিস্ট, সামনের এবং পিছনের ক্রস ট্র্যাফিক সতর্কতা, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড সামনের সিট সহ একাধিক প্রিমিয়াম ফিচার প্রদান করে থাকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

একাধিক ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি, দেখে নিন এক ঝলকে, রইল বিস্তারিত
BMW F 450 GS: নতুন BMW F 450 GS লঞ্চ হচ্ছে কবে? সামনে চলে এল মেগা আপডেট