গাড়ির মেলায় মারুতির ধামাকা। তাদের কনসেপ্ট কার ইভি এক্স দেখাল মারুতি সুজুকি। এক চার্জে যাবে ৫৫০ কিলোমিটার। ২০২৫ সালের মধ্য়েই হবে এই গাড়ি লঞ্চ করবে কোম্পানি। গুজরাতে কোম্পানির নতুন প্ল্যান্টে তৈরি করা হবে ইভি এক্স।
গাড়ির মেলায় মারুতির ধামাকা। তাদের কনসেপ্ট কার ইভি এক্স দেখাল মারুতি সুজুকি। এক চার্জে যাবে ৫৫০ কিলোমিটার। ২০২৫ সালের মধ্য়েই হবে এই গাড়ি লঞ্চ করবে কোম্পানি। গুজরাতে কোম্পানির নতুন প্ল্যান্টে তৈরি করা হবে ইভি এক্স। ৬০ কিলোওয়াটের বড় ব্যাটারি প্যাক রয়েছে এই গাড়িতে। এক চার্জে ৫৫০ কিলোমিটার যেতে পারে এই গাড়ি। এই গাড়ির দিকে একবার তাকালে চোখ ফেরাতে পারবেন না।