অটোতেই গেরস্থালি, নজির গড়লেন মুম্বইয়ের সত্যাবন


অটোর মাথায় ছোট্ট বাগান, এই নজির রয়েছে শহর কলকাতায়। পরিবেশষ সচেতনতা বাড়াতে নাজিরে অটোর ছাদেই গাছ লাগিয়েছেন এশহরের এক অটোচালক। আরব সাগরের তীরে মুম্বইতে নজির গড়লেন আরও এক অটোচালক। বাণিজ্য নগরীতে তাঁর অটোতে উঠেল আপনি পাবেন মোবাইলে চার্জ দেওয়ার সুবিধা। রয়েছে হাত ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা। এর মাঝেই লাগিয়েছেন গাছ। জরুরী পরিষেবার নম্বরগুলিও লিখে রাখা হয়েছে। যাত্রীদের ভাল পরিষেবা দিতেই এই উদ্যোগ বলে জানান অটো চালক সত্যাবন  গীতে। 

/ Updated: Jan 13 2020, 09:12 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


অটোর মাথায় ছোট্ট বাগান, এই নজির রয়েছে শহর কলকাতায়। পরিবেশষ সচেতনতা বাড়াতে নাজিরে অটোর ছাদেই গাছ লাগিয়েছেন এশহরের এক অটোচালক। আরব সাগরের তীরে মুম্বইতে নজির গড়লেন আরও এক অটোচালক। বাণিজ্য নগরীতে তাঁর অটোতে উঠেল আপনি পাবেন মোবাইলে চার্জ দেওয়ার সুবিধা। রয়েছে হাত ধোয়ার জন্য বেসিনের ব্যবস্থা। এর মাঝেই লাগিয়েছেন গাছ। জরুরী পরিষেবার নম্বরগুলিও লিখে রাখা হয়েছে। যাত্রীদের ভাল পরিষেবা দিতেই এই উদ্যোগ বলে জানান অটো চালক সত্যাবন  গীতে। 

যাত্রীদের জন্য পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে সত্যাবনের অটোতে। তবে প্রবীণ নাগরিকদের জন্য সত্যাবনের অটোতে রয়েছে বিশেষ ব্যবস্থা। তাঁদের থেকে ভাড়া নেন না এই অটোচালক।