Published : Oct 19, 2024, 12:31 PM ISTUpdated : Oct 19, 2024, 12:32 PM IST
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পর, বলিউড অভিনেতা সলমন খান ব্রেকিং নিউজে রয়েছেন। হুমকির মধ্যেই বলিউড অভিনেতা সলমন খান এখন দুবাই থেকে একটি নতুন বুলেটপ্রুফ এসইউভি কিনেছেন।
হুমকির মধ্যেই বলিউড অভিনেতা সলমন খান এখন দুবাই থেকে একটি নতুন বুলেটপ্রুফ এসইউভি কিনেছেন।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই গ্যাং এখন ট্রেন্ডিং নিউজ। পূর্বে এই গ্যাং সলমন খানকে হত্যার হুমকি দিয়েছিল। কিছুদিন আগে তাঁর বাংলোর সামনে গুলি চালানো হয়েছিল।
28
তাই দুবাই থেকে হাইটেক বুলেটপ্রুফ গাড়ি এনেছেন সলমন
এই গাড়ির জন্য সলমন বিশাল অঙ্কের টাকা খরচ করেছেন। এপ্রিল ২০২৩-এ তিনি দুবাই থেকে এই গাড়িটি অর্ডার করেছিলেন। এটি একটি বুলেটপ্রুফ এসইউভি। এই গাড়িতে করেই সলমন মুম্বাই চষে বেড়ান।
48
নিশান পেট্রোল এসইউভি হল দুবাই থেকে সালমানের অর্ডার করা দ্বিতীয় এসইউভি