বাজারে চলে এল Jio-র নতুন ই-বাইক! ৪০০ কিমি পর্যন্ত মাইলেজ দিচ্ছে? রইল বিস্তারিত
টেলিকম জগতে সাড়া ফেলে দেওয়া Jio এবার নতুন আরেকটি বাজারে পা রাখতে চলেছে। জামাকাপড় থেকে পেট্রোল, সব জায়গায় Jio-র ছাপ। এবার শোনা যাচ্ছে, ইলেকট্রিক গাড়ির বাজারেও ঝাঁপ দিতে চলেছে তারা।
- FB
- TW
- Linkdin
)
Reliance Jio নাকি ইলেকট্রিক গাড়ির বাজারে আসছে
এই বছরের শেষের দিকেই নাকি Jio ই-বাইক লঞ্চ করবে তারা। দৈনন্দিন যাতায়াতের জন্য এই ই-বাইক বেশ কাজের বলে শোনা যাচ্ছে। যদিও Reliance-এর তরফ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা ফিচার এবং দাম নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।
Jio-র ইলেকট্রিক সাইকেল নাকি দুর্দান্ত মাইলেজ দেবে
একবার চার্জ দিলেই নাকি ৪০০ কিমি পর্যন্ত যাওয়া যাবে। ইলেকট্রিক সাইকেলের বাজারে এটা একটা নতুন মাইলফলক হতে চলেছে। লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। আর মাত্র ৫ ঘণ্টার মধ্যেই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়ে গেছে। আসুন জেনে নিই, কী কী তথ্য সামনে এসেছে।
এই সাইকেলে রিমুভেবল ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে
২৫০ ওয়াট থেকে ৫০০ ওয়াটের রিমুভেবল ব্যাটারি থাকতে পারে। আরামদায়ক যাত্রার জন্য স্মুথ অ্যাক্সিলারেশন থাকবে। ইকো, নরমাল, স্পোর্টস - এই তিনটি মোড থাকবে। ফাস্ট চার্জিং-এ ৩-৫ ঘণ্টা এবং নরমাল চার্জিং-এ ৬-৮ ঘণ্টার মধ্যে ব্যাটারি ফুল চার্জ হবে।
এলইডি লাইট, স্পিড এবং ব্যাটারি লেভেল দেখার জন্য ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
GPS, ব্লুটুথ, মোবাইল অ্যাপ ইন্টিগ্রেশন সহ স্মার্ট কানেক্টিভিটি থাকবে। দাম ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে হতে পারে। এই বছরের শেষের দিকেই বাজারে আসতে পারে এই সাইকেল। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।