Top 5 Cheapest Bikes: সাধ্যের মধ্যেই দু-চাকা! সেরা পাঁচটি সস্তার বাইক কোনগুলি জানেন?

Published : Mar 12, 2025, 02:57 PM IST

Top 5 Cheapest Bikes: দেশের বহু মানুষ বাইক ব্যবহার করেন। কাজের সূত্রে কিংবা কমবয়সীদের বরাবরের পছন্দ দু-চাকা। আর তাও কিনা সাধের মধ্যে। রইল সস্তার সেরা পাঁচটি বাইকের হদিশ (Top 5 Cheapest Bikes)। 

PREV
110
Top 5 Cheapest Bikes: তালিকাতে প্রথমেই আছে Hero HF 100

অন্যতম সস্তার বাইক এটি। 

210
৭০ কিমি প্রতি লিটার মাইলেজ পাওয়া যায় এই বাইকটিতে

আর হিরোর এই বাইকটির দাম, ৫৯, ০১৮ টাকা।

410
সবথেকে বড় বিষয় মাইলেজ

এক লিটারে ৮০ কিমি মাইলেজ পাওয়া যাচ্ছে এই বাইকটিতে (Low Budget Price Bike)। 

510
এরপরেই আসা যাক Hero HF Deluxe বাইকটির কথায়

মাইলেজ ৭৫ কিমি প্রতি লিটার। 

610
সেইসঙ্গে, দামও সাধ্যের মধ্যে

বাইকটির শো-রুম প্রাইস শুরু হচ্ছে ৫৯,৯৯৮ টাকা থেকে (Low Cost Bike)। 

710
দুর্দান্ত একটি বাইক বলা যেতে পারে

যেটির দাম শুরু হচ্ছে ৬৬,৯০০ টাকা থেকে। 

810
এটি মূলত ১০০ সিসি-র বাইক

আর মাইলেজ ৬৫ কিমি প্রতি লিটার। 

910
সবশেষে আসা যাক TVS Radeon বাইকটির কথায়

বাইকটির মাইলেজ ৬৩ কিমি প্রতি লিটার। 

click me!

Recommended Stories