অন্যতম সস্তার বাইক এটি।
আর হিরোর এই বাইকটির দাম, ৫৯, ০১৮ টাকা।
যে বাইকটির দাম শুরু হচ্ছে ৫৯,৮৮১ টাকা থেকে (Top 5 Cheapest Bikes in India)।
এক লিটারে ৮০ কিমি মাইলেজ পাওয়া যাচ্ছে এই বাইকটিতে (Low Budget Price Bike)।
মাইলেজ ৭৫ কিমি প্রতি লিটার।
বাইকটির শো-রুম প্রাইস শুরু হচ্ছে ৫৯,৯৯৮ টাকা থেকে (Low Cost Bike)।
যেটির দাম শুরু হচ্ছে ৬৬,৯০০ টাকা থেকে।
আর মাইলেজ ৬৫ কিমি প্রতি লিটার।
বাইকটির মাইলেজ ৬৩ কিমি প্রতি লিটার।
বাইকটির দাম শুরু হচ্ছে ৭০,৭২০ টাকা থেকে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Subhankar Das