Top electric scooters in India: বাজার কাঁপানো সেরা ইলেকট্রিক স্কুটার কোনগুলি জানেন? একবার চার্জেই বিরাট মাইলেজ?

Published : Jun 06, 2025, 04:08 PM IST
Low speed electric scooters

সংক্ষিপ্ত

Top electric scooters in India: এই মুহূর্তে বাজারে ইলেকট্রিক স্কুটারের ব্যাপক চাহিদা।কোন মডেলগুলি বাজার কাঁপাচ্ছে জানেন?

Top electric scooters in India: দেশ জুড়ে রমরমিয়ে চাহিদা বাড়ছে ইলেকট্রিক স্কুটির। বিশেষ করে সেই স্কুটারগুলিই বেশি বাজারে চলছে, যেগুলি একবার চার্জ দিলেই অনেক লম্বা রেঞ্জ প্রদান করতে সক্ষম। আর সেগুলি ইতিমধ্যেই গ্রাহকদের কাছে হয়ে উঠেছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মডেল (top electric scooter in india 2025)। 

বিশেষ করে উন্নত ব্যাটারি এবং প্রযুক্তির সঙ্গেই এখন অনেক ই-স্কুটার একবার মাত্র চার্জ দিলেই ২০০ কিমি বা তার বেশি রেঞ্জ দিতে সক্ষম (top electric scooter in india 2025 in india)।

লম্বা রেঞ্জের সেরা ৫টি ইলেকট্রিক স্কুটার কোনগুলি?

১. Ola S1 Pro+ (3rd Gen)

একবার চার্জ দিলেই ই-স্কুটারটি ৩২০ কিমি (IDC) রেঞ্জ প্রদান করতে সক্ষম।

দাম: এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.৭০ লাখ টাকা থেকে

ব্যাটারি ক্যাপাসিটি: ৫.৩ কিলোওয়াট আওয়ার

টপ স্পিড: ১৪১ কিমি/ঘণ্টা

০-৪০ কিমি/ঘণ্টা স্পিডে যেতে সময় লাগে মাত্র ২.১ সেকেন্ড।

২. Ultraviolette Tesseract

একবার চার্জ দিলেই ই-স্কুটারটি ২৬১ কিমি (IDC) রেঞ্জ চলতে পারে। 

দাম: এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.৪৫ লাখ টাকা থেকে।

টপ স্পিড: ১২৫ কিমি/ঘণ্টা

ব্যাটারি ক্যাপাসিটি: ৩.৫/৫/৬ কিলোওয়াট আওয়ার

ডেলিভারি শুরু: ২০২৬ সালের প্রথম প্রান্তিকে।

৩. Simple One Gen 1.5

একবার চার্জ দিলেই ই-স্কুটারটি ২৪৮ কিমি (IDC) রেঞ্জ ছুটতে পারে। 

টপ স্পিড: ১০৫ কিমি/ঘণ্টা

দাম: এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.৬৫ লাখ টাকা থেকে।

ব্যাটারি ক্যাপাসিটি: ৩.৭ + ১.৩ কিলোওয়াট আওয়ার (ডুয়াল ব্যাটারি)

০-৪০ কিমি/ঘণ্টা স্পিডে পৌঁছাতে সময় লাগে ২.৭৭ সেকেন্ড

৪. TVS iQube ST

মাত্র: ৪.৫ সেকেন্ড সময় লাগে ০-৪০ কিমি/ঘন্টা পৌঁছতে

একবার চার্জ দিলেই ই-স্কুটারটি ২১২ কিমি (IDC) রেঞ্জ ছুটতে পারে।

দাম: এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.২৫ লাখ টাকা থেকে।

ব্যাটারি ক্যাপাসিটি: সর্বোচ্চ ৫.৩ কিলোওয়াট আওয়ার

টপ স্পিড: ৮২ কিমি/ঘণ্টা

৫. Hero Vida V2 Pro

একবার চার্জ দিলেই ই-স্কুটারটি ১৬৫ কিমি (IDC) রেঞ্জ চলতে সক্ষম। 

ব্যাটারি ক্যাপাসিটি: ৩.৯ কিলোওয়াট আওয়ার (রিমুভেবল)

দাম: এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.২০ লাখ টাকা থেকে। 

০-৪০ কিমি/ঘণ্টা: ২.৯ সেকেন্ড

টপ স্পিড: ৯০ কিমি/ঘণ্টা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

একাধিক ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি, দেখে নিন এক ঝলকে, রইল বিস্তারিত
BMW F 450 GS: নতুন BMW F 450 GS লঞ্চ হচ্ছে কবে? সামনে চলে এল মেগা আপডেট