
Honda Electric Scooter: বর্তমানে ভারতের বাজারে বৈদ্যুতিক দুই চাকার জনপ্রিয়তা ব্যাপক। ব্যাটারিচালিত স্কুটারের জনপ্রিয়তা যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বড় কোম্পানিগুলিও নিয়ে আসছে তাদের আধুনিক ও পরিবেশবান্ধব মডেল। ভারতের কর্ণাটকের হন্ডার নারসাপুর প্ল্যান্টে তৈরি দু'টি ইলেকট্রিক স্কুটারের মডেল সম্প্রতি বাজারে এনেছে হন্ডা - Honda Activa-e এবং Honda QC1। উভয় মডেলেই রয়েছে Honda-র গ্যারান্টি, পরিবেশবান্ধব প্রযুক্তি ও আধুনিক স্টাইল। তবে নতুন স্কুটার কেনার আগে আপনার প্রয়োজন অনুযায়ী রেঞ্জ, গতি ও ফিচার যাচাই করে নিন অবশ্যই। খুঁটিনাটি মিলবে এশিয়ানেটের পাতায়।
ফিচার্স : হন্ডা অ্যাক্টিভা ই -তে ১.৫ kWh-এর দু’টি ব্যাটারি, অর্থাৎ মোট ৩ kWh ক্ষমতার ব্যাটারি বটেবহার করা হয়েছে। তবে গাড়ির ব্যাটারির প্যাক পরিবর্তন করা যাবে না। একবার সম্পূর্ণ চার্জে চলবে ১০২ কিলোমিটার পর্যন্ত। স্কুটারটিতে একটি ৬ কিলোওয়াট মোটর ব্যবহার করা হয়েছে, যা ২২ Nm টর্ক উৎপন্ন করে, প্রতি ঘন্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ হতে পারে। এছাড়াও এতে রয়েছে ৭-ইঞ্চি TFT ডিসপ্লে। যেখানে আইকন, স্ট্যান্ডার্ড এবং স্পোর্টের মতো তিনটি মোদের সুবিধা পাবেন এবং পরিবর্তনও করতে পারবেন। Honda RoadSync Duo মডেল স্মার্টফোনের অ্যাপের সঙ্গেও লিঙ্ক করা যাবে। স্মার্ট নেভিগেশন সেট করতে পারবেন এর মাধ্যমেই। গ্রাহকরা এই স্কুটারটি কিনতে চাইলে পেয়ে হবেনা পাঁচটি ভিন্ন রঙের অপশন। পার্ল সেরেনিটি ব্লু এবং ম্যাট ফগি সিলভার মেটালিকের মতো তিনটি ভিন্ন রঙের পাওয়া যাচ্ছে। পাবেন H-Smart-Key সিস্টেম।
Honda QC-তে ব্যবহার করা হয়েছে ১.৫ kWh এর একটি ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জে ৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। এক্ষেত্রেও প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে গাড়িটি। স্কুটারে ইনস্টল করা ইন-হুইল মোটর সর্বোচ্চ ২.৪ bhp শক্তি উৎপন্ন করে। তবে এক্ষেত্রেও ব্যাটারি পরিবর্তন করার কোন অপশন নেই। QC1 মডেলটিতে ৫-ইঞ্চি LCD ডিসপ্লে পাওয়া যাবে, মিলবে USB Type-C চার্জিং পোর্ট। প্রায় সাড়ে চার ঘন্টার চার্জিঙ -এ প্রায় ৮০ শতাংশের ওপর চার্জ হয়ে যায়। ২৬ লিটার আন্ডার-সিট স্টোরেজও পাবেন। Honda Activa-e -এর মতো Honda QC1 -র গ্রাহকেরা পাঁচটি আলাদা রঙে পেয়ে যাবেন।
কোম্পানি এই মডেলের দু'টি স্কুটাতেই ৩ বছর/৫০,০০০ কিলোমিটার পর্যন্ত চলার ওয়ারেন্টি এবং বিনামূল্যে সার্ভিসিং-এর তিনটি সুযোগ দেবে। দু'টি স্কুটারেই ব্যবহার করা হয়েছে শক্তিশালী হার্ডওয়্যার। যার মধ্যে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন। তবে দু'টি স্কুটারের মধ্যে তারতম্য করলে দেখা যায় Activa-e -তে একটি ফ্রন্ট ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। অন্যদিকে QC1 এর দু’টি চাকাতেই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে।
Honda Activa-e ও Honda QC1 এই স্কুটারগুলি ভারতের বেঙ্গালুরুর এক্স-শোরুমে দাম উঠেছে যথাক্রমে ১,১৭,০০০ টাকা এবং ৯০,০০০ টাকা। তবে শহর হিসাবে এক্স শোরুম মূল্যের তারতম্য হবে। বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করার পর অফারে দু’টি মডেলই মাত্র ১,০০০ টাকা দিয়ে বুকিং করতে পারবেন আপনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।