
Hero Bikes: আসন্ন ২০২৫ সালের উৎসবের মরশুমে, ভারতে দুটি নতুন ১২৫ সিসি-র বাইক লঞ্চ করার কথা নিশ্চিত করে দিয়েছে হিরো মোটোকর্প। ১১১ সিসি-১২৫ সিসি কমিউটার মোটরসাইকেল বিভাগে বর্তমানে ১২.৮% বাজার দখল রয়েছে হিরো মোটোকর্পের (Hero Xtreme 125R specifications)। এই বিভাগে বিক্রির তালিকায় কার্যত, শীর্ষে রয়েছে হন্ডা এবং বাজাজ অটো। নতুন ১২৫ সিসি বাইক দুটির মধ্য দিয়ে এই বিভাগে হন্ডার আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চাইছে হিরো মোটোকর্প (Hero Glamour Xtec 2.0 features)।
মডেলগুলির সরকারী নাম এবং বিশদ বিবরণ অবশ্য এখনও পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এগুলি হবে হিরো গ্ল্যামার এক্সটেক ২.০ এবং হিরো এক্সট্রিম ১২৫R। আসন্ন হিরো ১২৫ সিসির বাইক দুটি ঠিক কীরকম হতে পারে? চলুন একবার দেখে নেওয়া যাক।
আসন্ন এই দ্বিতীয় মডেলটি হতে পারে হালনাগাদ হিরো এক্সট্রিম ১২৫R। বাইকটিতে কিছু ডিজাইন এবং ফিচারের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। যেমন টিএফটি স্ক্রিন, দেখা যেতে পারে। নতুন এক্সট্রিম ১২৫R-এ ইনভার্টেড ফর্ক এবং ডুয়েল-চ্যানেল এবিএস অর্থাৎ, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম যুক্ত করতে পারে হিরো। ইঞ্জিনটি অবশ্য এখনকার মডেলের মতোই থাকতে পারে। মানে ১২৪.৭ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, ২V, এয়ার-কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ১১.৪ বিএইচপি শক্তি এবং ১০.৫ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
নতুন হিরো গ্ল্যামার এক্সটেক ২.০ বাইকের যে কয়েকটি ছবি সামনে এসেছে, সেগুলির থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। এটি হতে চলেছে গ্ল্যামার ১২৫-এর আরও প্রিমিয়াম মডেল। যেটিতে টিএফটি কনসোল, ক্রুজ কন্ট্রোল, রাইড-বাই-ওয়্যার থ্রোটলের মতো অভিনব বৈশিষ্ট্য থাকবে। বাইকটির নকশা এবং স্টাইলিং লুক্স প্রায় একইরকম রেখে দিয়ে নতুন বডি-গ্রাফিক্স যুক্ত করা হতে পারে বলে খবর।
বর্তমান হিরো গ্ল্যামার এক্সটেক মডেলে ১২৪.৭ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়, যা সর্বোচ্চ ১০.৭ বিএইচপি শক্তি এবং ১০.৬ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এটিতে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সও রয়েছে। নতুন হিরো গ্ল্যামার এক্সটেক ২.০-এর দাম, গ্ল্যামার এক্সটেকের চেয়ে প্রায় ৮,০০০ টাকা বেশি হতে পারে বলেই মনে করছেন অনেকে। যা বর্তমানে ৯৫,০৯৮ টাকা এক্স-শোরুম দামে পাওয়া যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।