YAMAHA Bikes: বাজারে আবার ৩০ বছর আসছে ইয়ামাহার সেই ঐতিহাসিক মডেল? রইল বিস্তারিত

Published : Apr 16, 2025, 05:38 PM IST
Yamaha RX100

সংক্ষিপ্ত

YAMAHA Bikes: একটা সময় বাইকের বাজারে দাপিয়ে বেড়িয়েছে এই মডেলটি। আবারও সে আসছে। 

YAMAHA Bikes: Yamaha RX100 ছিল সেই ঐতিহাসিক মডেলটির নাম। ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় বাইক ছিল এটি। 

কিন্তু পরবর্তীকালে হঠাৎই বন্ধ হয়ে যায়। যা ছিল গ্রাহকদের জন্য বেশ বড় ধাক্কা। কিন্তু আবারও সেই ফিরছে বাইকের বাজারে। শোনা যাচ্ছে, বাজারে ফিরতে চলেছে ‘ইয়ামাহা আরএক্স ১০০’। শোনা যাচ্ছে, আগামী ২০২৬ সালের জুন মাসের মধ্যে এই বাইকটি আবারও নতুনরূপে লঞ্চ হতে পারে (new bike launch)। 

জানা যাচ্ছে, নতুন মডেলের  মাইলেজও বেশ ভালো হবে। যা নিঃসন্দেহে বাইকপ্রেমী এবং গ্রাহকদের জন্য রীতিমতো খুশির খবর। অন্যদিকে, বাইকটির লুকস এবং ডিজাইন গ্রাহকদের পছন্দ হতে বাধ্য। বিশেষজ্ঞদের মতে, Yamaha RX 100 বাজারে আসলে তা রয়্যাল এনফিল্ড বাইকটির সঙ্গেও জোরালো টক্কর দিতে পারে। 

সেই ১৯৮৫ সালে, প্রথম লঞ্চ হয়েছিল Yamaha RX100। ভারতের বাইক বাজারে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল মডেলটি। এই ২-স্ট্রোক বাইকটি তার দুর্দান্ত পারফরম্যান্স এবং শক্তিশালী এক্সজস্ট নোটের জন্য আরও বেশি বিখ্যাত ছিল (new bike launch in India)।

আর নতুন যে Yamaha RX100-র মডেলটি আসতে চলেছে, সেটিতে থাকছে একাধিক আধুনিক প্রযুক্তি। বাইকটি আরও বেশ মাইলেজ দেবে। রিপোর্ট অনুযায়ী, ৮০কিমি/লিটার মাইলেজ দেবে, যা পুরনো মডেলের তুলনায় অনেকটাই বেশি। তাছাড়া নতুন RX100-এর ক্ষেত্রে ক্লাসিক ডিজাইন আনা হচ্ছে এবং সঙ্গে থাকবে একাধিক নতুন ফিচার। যা এটির কর্মক্ষমতা এবং নিরাপত্তা অনেকটাই বাড়াবে বলে মোট বিশেষজ্ঞদের (YAMAHA RX 100 new model)।

বাইকটিতে থাকবে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ABS এবং LED লাইটের মতো আধুনিক প্রযুক্তি। Yamaha RX100-এর বাজারে ফিরে আসা বাইকপ্রেমীদের জন্য একটি বিরাট খবর। কারণ, মডেলটির ক্লাসিক লুক, উন্নত পারফরম্যান্স এবং ভালো মাইলেজ। তবে এই বাইকটির দাম কত হবে এবং লঞ্চ কবে হবে, সেই বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

একাধিক ইলেকট্রিক গাড়ি আনছে মারুতি, দেখে নিন এক ঝলকে, রইল বিস্তারিত
BMW F 450 GS: নতুন BMW F 450 GS লঞ্চ হচ্ছে কবে? সামনে চলে এল মেগা আপডেট