পদ্মা ও যমুনার মোহনায় ভাগ্য ফিরল, মৎসজীবীর জালে পড়ল ২৫ কিলোর বোয়াল মাছ

Published : Dec 23, 2020, 12:56 PM ISTUpdated : Dec 23, 2020, 01:16 PM IST
পদ্মা ও যমুনার মোহনায় ভাগ্য ফিরল, মৎসজীবীর জালে পড়ল ২৫ কিলোর বোয়াল মাছ

সংক্ষিপ্ত

  জালে পড়ল ২৫ কিলোর বোয়াল মাছ  মাছ বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকায়  মাছ দেখতে ভিড় ছিল উৎসাহী জনতার

এটা ঠিক গল্প নয়। একদমই সত্যি ঘটনা। বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দ এলেকায় পাওয়া গেছে একটি বিশালাকার বোয়াল মাছ। মাছটির ওজন নয়নয় করে হলেও ২৫ কেজি। পদ্মা থেকেই পাওয়া গেছে এই মাছ। আর মাছটি বিক্রিয় হয়েছে ৭৫ হাজার টাকায়। 

দৌলতদিয়া এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় মঙ্গলবার সকালে স্থানীয় মৎসজীবীদের জালে পড়ে বিশালাকার ওই বোয়ালমাছটি। মাছটি ডাঙায় তোলার পরই উৎসাহী জনতার ভিড় জমে যায়। তারপরই মাছটি নিয়ে যাওয়া স্থানীয় নাটো মোল্লার আড়তে। সেখানে আড়ত মালিক মোহম্মদ শাহজাহান ও নুরু শেখ ২ হাজার ৮০০ টিকা কিলোদরে মাছটি মৎসজীবীদের থেকে কিনে নেন। পরে মাছটি তাঁরা ৭৫ হাজার টাকায় বিক্রি করে দেন। 


মৎসব্যবসায়ী নুরু মিয়া জানিয়েছেন তিনি মঙ্গলবার সকালে মাছ  ধরতে বেরিয়েছিলেন মৎসজীবী কালী হালদার । খুব ভোরের দিকে এই বিশালাকার বোয়াল মাছটি তাঁর জালে পড়ে। পদ্মা ও যমুনার মোহানায় এই মাছটি পেয়েছিলেন তিনি। স্থানীয় মৎস দফতরের কর্মকর্তা জানিয়েছেন, চলতি মরশুমে পদ্মায় ইলিসের আকাল ছিল। কিন্তু নানা প্রজাতির প্রচুর মাছ পাওয়া গেছে। 

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে