পদ্মা ও যমুনার মোহনায় ভাগ্য ফিরল, মৎসজীবীর জালে পড়ল ২৫ কিলোর বোয়াল মাছ

 

  • জালে পড়ল ২৫ কিলোর বোয়াল মাছ 
  • মাছ বিক্রি হয়েছে ৭৫ হাজার টাকায় 
  • মাছ দেখতে ভিড় ছিল উৎসাহী জনতার

এটা ঠিক গল্প নয়। একদমই সত্যি ঘটনা। বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দ এলেকায় পাওয়া গেছে একটি বিশালাকার বোয়াল মাছ। মাছটির ওজন নয়নয় করে হলেও ২৫ কেজি। পদ্মা থেকেই পাওয়া গেছে এই মাছ। আর মাছটি বিক্রিয় হয়েছে ৭৫ হাজার টাকায়। 

দৌলতদিয়া এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় মঙ্গলবার সকালে স্থানীয় মৎসজীবীদের জালে পড়ে বিশালাকার ওই বোয়ালমাছটি। মাছটি ডাঙায় তোলার পরই উৎসাহী জনতার ভিড় জমে যায়। তারপরই মাছটি নিয়ে যাওয়া স্থানীয় নাটো মোল্লার আড়তে। সেখানে আড়ত মালিক মোহম্মদ শাহজাহান ও নুরু শেখ ২ হাজার ৮০০ টিকা কিলোদরে মাছটি মৎসজীবীদের থেকে কিনে নেন। পরে মাছটি তাঁরা ৭৫ হাজার টাকায় বিক্রি করে দেন। 

Latest Videos


মৎসব্যবসায়ী নুরু মিয়া জানিয়েছেন তিনি মঙ্গলবার সকালে মাছ  ধরতে বেরিয়েছিলেন মৎসজীবী কালী হালদার । খুব ভোরের দিকে এই বিশালাকার বোয়াল মাছটি তাঁর জালে পড়ে। পদ্মা ও যমুনার মোহানায় এই মাছটি পেয়েছিলেন তিনি। স্থানীয় মৎস দফতরের কর্মকর্তা জানিয়েছেন, চলতি মরশুমে পদ্মায় ইলিসের আকাল ছিল। কিন্তু নানা প্রজাতির প্রচুর মাছ পাওয়া গেছে। 

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya