অভিষেক চলে যেতেই চরম অর্থকষ্টে ভুগছে স্ত্রী ও মেয়ে, ক্ষোভ উগরে কড়া বার্তা দিলেন সংযুক্তা

Published : Mar 31, 2022, 10:01 AM ISTUpdated : Mar 31, 2022, 05:33 PM IST
অভিষেক চলে যেতেই চরম অর্থকষ্টে ভুগছে স্ত্রী ও মেয়ে, ক্ষোভ উগরে কড়া বার্তা দিলেন সংযুক্তা

সংক্ষিপ্ত

২৪ মার্চ ভোররাতেই হৃদরোগই কেড়ে নিল তরতাজা প্রাণ। আর কোনওদিনই অভিষেক চট্টোপাধ্য়ায়কে আর বড়পর্দায় দেখা যাবে না। এই কথাটা  যেন কোনওমতেই এখনও হজম করতে পারছেন না টলি ইন্ডাস্ট্রির দর্শকরা।  আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়। মৃত্যুর কয়েকদিন যেতে না যেতেই শোক ভোলার আগেই অভিনেতাকে নিয়ে টলিপাড়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। নানা রটনাও শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। অভিনেতার মৃত্যুর পর থেকেই নাকি চরম অর্থকষ্টে ভুগছেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা। টলিউডের প্রথম সারির তারকারাও নাকি সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। একথা ছড়িয়ে পড়তেই অভিষেক ঘরনির কানে পৌঁছতেও খুব বেশি  সময় নেয়নি। এবার এই প্রশ্নের কড়া বার্তা দিলেন সংযুক্তা। ক্ষোভ উগরে তিনি সটান জানিয়েছেন, যেখানে অভিষেক কোনওদিন কারোর কাছে হাত পাতেনি, আমি হাত পাতব

২৪ মার্চ ভোররাতেই হৃদরোগই কেড়ে নিল তরতাজা প্রাণ। আর কোনওদিনই অভিষেক চট্টোপাধ্য়ায়কে আর বড়পর্দায় দেখা যাবে না। এই কথাটা  যেন কোনওমতেই এখনও হজম করতে পারছেন না টলি ইন্ডাস্ট্রির দর্শকরা।  আচমকাই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়। মৃত্যুর কয়েকদিন যেতে না যেতেই শোক ভোলার আগেই অভিনেতাকে নিয়ে টলিপাড়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। নানা রটনাও শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। অভিনেতার মৃত্যুর পর থেকেই নাকি চরম অর্থকষ্টে ভুগছেন প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা। টলিউডের প্রথম সারির তারকারাও নাকি সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। একথা ছড়িয়ে পড়তেই অভিষেক ঘরনির কানে পৌঁছতেও খুব বেশি  সময় নেয়নি। এবার এই প্রশ্নের কড়া বার্তা দিলেন সংযুক্তা। ক্ষোভ উগরে তিনি সটান জানিয়েছেন, যেখানে অভিষেক কোনওদিন কারোর কাছে হাত পাতেনি, আমি হাত পাতব।

টলিপাড়ার অন্দরে অভিষেককে নিয়ে  চর্চার শেষ নেই। তবে মিথ্যা রটনায় নাজেহাল হয়ে এবার শক্ত হাতে কলম ধরলেন অভিষেক পত্নী সংযুক্তা। সম্প্রতি প্রয়াত অভিনেতার ফেসবুক প্রোফাইল থেকেই দীর্ঘ একচি পোস্টে লেখেন সংযুক্তা। এবং সেখানেই ভুয়ো খবর নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। প্রয়াত তারকার স্ত্রী লেখেন, আমি  সংযুক্তা। অভিষেকের স্ত্রী।  সকলকে অনুরোধ করব সাইনা এবং আমাকে এই কঠিন সময়ে নিজেদের মতো থাকতে দিন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে গুজব ছড়ানো যেভাবে হচ্ছে, তার থেকে দূরে থাকার জন্যও আমি বিনীতভাবে অনুরোধ করছি সকলকে। এই সব ভুঁয়ো গুজব দয়া করে বিশ্বাস করবেন না। অভিষেক, একজন বপড় মনের মানুষ ছিলেন, আমাদের এবং পরিবারকে ও আর্থিকভাবে সুরক্ষিত রেখে গেছেন। ওর পরিবারই ছিল ওর কাছে সবকিছু। উনি নিশ্চিত করে গেছেন ওনার     শারীরিক উপস্থিতি আর আমাদের সাথে না থাকলেও আমাদের কোনও আর্থিক কষ্ট ভবিষ্যতে হবে না। অভিষেক একজন দৃঢ় নৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি ছিলেন এবং তার জীবদ্দশায় কখনও কারোর কাছে কোনও সাহায্যের জন্য যাননি। তাই এই সময়টাতে তাঁর মূল্যবোধকে সম্মান করাটা ভীষণ দরকারি। এছাড়াও আমি নিজে একজন আর্থিকভাবে সক্ষমমহিলা । আমি ব্রিটিশ যুক্তরাজ্যের ফিনটেক ফার্মে কর্মরত। তবে এই কথাটা আবারও বলছি, অভিষেক চট্টোপাধ্যায়ের পরিবারের কোনও আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। কেউ আমাদের কোনো আর্থিক সাহায্যের প্রস্তাব দেয়নি বা অভিষেক চ্যাটার্জির পরিবারের কোনো আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। এগুলো একেবারেই ভুয়া খবর। এই  ভুঁয়ো খবরে ওর আত্মা কষ্ট পাবে। তাই সকলকে অনুরোধ এই বিনয়ী ও মহান মানুষের আত্মাকে শ্রদ্ধা করি এবং তাকে একজন দৃঢ় নৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি এবং একজন অনবদ্য চরিত্রের অধিকারী হিসেবেই মনে রাখি। এছাড়াও আমাদের এই দুঃখের সময়ে যারা অমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।

 

 

দীর্ঘদিনের পথচলা জীবনসঙ্গীকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন অভিনেতার স্ত্রী। অভিষেক ও সংযুক্তার একটা ফুটফুটে কন্যাসন্তানও রয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়েই সুখের সংসার ছিল অভিষেকের।  আচমকাই যেন তাতে ছন্দপতন। স্ত্রী-পরিবার, সংসার ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়।  স্টার জলসার ইসমার্ট জোড়ি-র সেটে শেষবারের মতো একে অপরকে ভালবাসা-আদরে ভরিয়ে দিয়েছেন এই জুটি। ২৩ মার্চ শুটিংই যে অভিষেকের জীবনের শেষ শুটিং হতে চলেছে তা হয়তো কারোরই জানা ছিল না। দিন কয়েক ধরেই অসুস্থ ছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। কয়েকদিন ধরেই শরীর ভাল যাচ্ছিল না অভিষেকের। ২৩ মার্চ রিয়্যালিটি শো-তে শ্যুট চলাকলীন অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়। সেই সময়ও তার সঙ্গী ছিলেন স্ত্রী সংযুক্তা। বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে তথা তার পরিবারে। লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকতে মোটেই পছন্দ ছিল না অভিনেতার। সর্বদাই নিজেকে শ্যুটের মধ্যে ব্যস্ত রাখতেন অভিনেতা। শুটিং করতেই করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিষেক চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন- স্তনযুগল দেখাতেই ব্যস্ত, কটাক্ষ করতেই হৃত্বিকের শ্যালিকা ফারহাকে একহাত নিলেন উরফি

আরও পড়ুন- মুখ খুললেই ফাঁস হয়ে যাবে নোংরা কেচ্ছা, ঐশ্বর্যর নাম নিয়ে সলমনকে হুমকি সোমি আলির

আরও পড়ুন- গোপন সঙ্গমে নয়, করিনার সঙ্গে 'লিভ-ইন'-এর প্রস্তাবে কী প্রতিক্রিয়া ছিল মা ববিতার


 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?