COVID 19 Positive: একবছরেই দ্বিতীয়বার করোনায় আক্রান্ত ঋদ্ধি সেন, টলিউডে ক্রমেই উর্ধ্বমুখী সংক্রমণ গ্রাফ

এবার আক্রান্তের খবর শেয়ার করলেন অভিনেতা ঋদ্ধি সেন। করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। 

দিনভর একের পর এক সেলিব্রিটির (Tollywood Celebrity) করোনায় আক্রান্ত হওয়ার খবর আসছে সামনে, এবার আক্রান্তের খবর শেয়ার করলেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen) ।  ১২ মাসের ভেতরই দ্বিতীয়বার করোনার গ্রাসে ঋদ্ধি। এই নিয়ে দ্বিতীয়বার তাঁর শরীরে থাবা বসালো ভাইরাস, করোনায় আক্রান্ত (Corona Positive) হওয়ার খবর জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, তিনি করোনা পজিটিভ, বর্তমানে হোম আইসোলেশনেই রয়েছেন, গগত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন সাবধানে থাকেন, পাশাপাশিপাশি তিনি সকলের উদ্দেশ্যে জানান, যে সকলে যেন যথাযত সুরক্ষাবিধি মেনে চলেন। কোনও রকমের ঝুঁকি যেন না নেন। এই খবর প্রকাশ্যে আসতেই সকলেই অভিনেতারর দ্রুত আরোগ্য কাম্য করে। দিনভর একের পর এক সেলেবের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। সোমবার থেকেই একের পর এক আক্রান্তের খবর সামনে, মেলে খবর করোনায় আক্রান্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ও পরমব্রত চট্টোপাধ্য়ায় (Parambrata Chatterjee)। 

টলিউডে (Tollywood Celebrity) সেলেব মহলে করোনার দাপট। গত কয়েকমাস ধরে রমরমিয়ে চলছিল ছবির কাজ, চলছিল সিনে দুনিয়া চেনা ছন্দে, এমনই অবস্থায় বছরের শুরুতে করোনার কোপে নাজেহাল বিভিন্ন সেক্টর। একের পর এক সেলেবের করোনায় আক্রান্ত হওয়ার খবর উঠে আসছে সামনে। ২০২১-এর শেষ থেকেই আবারও জাঁকিয়ে বসেছে করোনা (COVID 19), ঝড়ে গতিতে বেড়ে চলেছে সংক্রমণ। সেলেব দুনিয়া (Cine World) থেকে শুরু করে সাধারণ মানুষ, আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এরই মাঝে একের পর এক সেলিব্রিটিদের করোনা পজিটিভ  (Corona Positive) খবর নেট দুনিয়ার পাতায় উঠে আসতে দেখা যাচ্ছে। সিনে দুনিয়াকে ছন্দে ফেরাতে মরিয়া সেলেবমহল এবার একের পর এক করোনার জেরে গৃহবন্দি,টলিউড থেকে শুরু করে বলিউড, একের পর এক সেলেবদের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলছে। এর মধ্যেই আক্রান্ত হওয়ার খবর মিলেছে সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়ের, তারই মাঝে খবর মিলেছিল পার্নো মিত্রের (Parno Mitra)  আক্রান্তের। 

Latest Videos

অন্যদিকে করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছিল শ্রীলেখা মৈত্রর। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও (Subhashree Ganguly) করোনায় আক্রান্ত হয়েছে। সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল করোনায় আক্রান্ত অভিনেতা দেবও, তবে সেই তথ্য এখনও সঠিক নয়, দেব নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন যে তিনি ও রুক্মিনী টেস্ট করালেও মেলেনি এখনও পর্যন্ত কোনও রিপোর্ট।  এর মধ্যেই আক্রান্ত হওয়ার খবর মিলেছে সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়ের, তারই মাঝে খবর মিলেছিল পার্নো মিত্রের আক্রান্তের। 

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari