এ কী কান্ড, ১২ বছরের মধ্যেই মেয়ে হল নিজের বউ, সম্রাট-ঋত্বিকা সম্পর্ক যেন বদলে গেল মুহূর্তে

সম্রাট মুখোপাধ্যায়ও ঋত্বিকা সেন। বউ কথা কও ধারাবাহিকে  সাগর সেন ও মিলি সেই বাবা-মেয়ে জুটিই নাতি এবার স্বামী-স্ত্রী।  দীর্ঘ ১২ বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সম্রাট ঋত্বিকা। বউ কথা কও ধারাবাহিকের ছোট্ট মিলি এখন টলিপাড়ার নায়িকা। এবার একটি মিউজিক ভিডিওতে তাদের একসঙ্গে দেখা যাবে। সম্রাটের স্ত্রীর চরিত্রে ঋত্বিকাকে ঠিক কেমন লাগছে তার ঝলকও শেয়ার করেছেন সম্রাট মুখোপাধ্যায়।

 সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের সমীকরণগুলোও যেন বড্ড তাড়াতাড়ি বদলে যায়। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সম্রাট মুখোপাধ্যায়, যিনি দীর্ঘ দুই দশক ধরে বিনোদনের রসদ জোগাচ্ছেন। অভিনয়ের জন্য কত কিছুই না করতে হয় তারকাদের। এবার তেমনটাই ঘটল সম্রাটের সঙ্গে। আজ থেকে ঠিক ১২ বছর আগে যে তার মেয়ে ছিল সে নাকি এখন তার বউ। কথাটা শুনে অবাক হলেও এটাই সত্যি।

 

Latest Videos

আরও পড়ুন-বিয়ের আগে গোপন সঙ্গম থেকে খুল্লামখুল্লা রোম্যান্স, 'কামসূত্র' নিয়ে এ কী বললেন ঐশ্বর্য

আরও পড়ুন-নিতম্ব থেকে বক্ষ সবই চাই পারফেক্ট, যৌবন ধরে রাখতে 'কালো জল' ই ভরসা মালাইকার, দাম শুনলে আঁতকে উঠবেন

 

সম্রাট মুখোপাধ্যায়ও ঋত্বিকা সেন। বউ কথা কও ধারাবাহিকে  সাগর সেন ও মিলি সেই বাবা-মেয়ে জুটিই নাতি এবার স্বামী-স্ত্রী।  দীর্ঘ ১২ বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সম্রাট ঋত্বিকা। বউ কথা কও ধারাবাহিকের ছোট্ট মিলি এখন টলিপাড়ার নায়িকা। এবার একটি মিউজিক ভিডিওতে তাদের একসঙ্গে দেখা যাবে। সম্রাটের স্ত্রীর চরিত্রে ঋত্বিকাকে ঠিক কেমন লাগছে তার ঝলকও শেয়ার করেছেন সম্রাট মুখোপাধ্যায়।

 

 

দার্জিলিংয়ে মিউজিক ভিডিওটির শুটিং সদ্যই সেরেছেন দুই তারকা। গানটি গেয়েছেন জুবিন গর্গ। সাক্ষাৎকারে সম্রাট জানিয়েছিলেন, ১২ বছর আগে বউ কথা কও ধারাবাহিকে  ঋত্বিকা ছিল আমার মেয়ের চরিত্রে। সেসময়েই ওকে বলেছিলাম, একদিন আমি তোমার হিরো হব, প্রমিসও করেছিলাম। ও তখন পুরোটা ইয়ার্কি করে উড়িয়ে দিয়েছিল।  কিন্তু এত বছর পরেও আমি ওর প্রমিস রেখেছি। তবে একসময়কার অনস্ক্রিন মেয়ের সঙ্গে রোম্যান্স করাটা ঠিক কতটা মজার তা নিজের সোশ্যালে শেয়ার করেছেন অভিনেতা। সম্রাটের কথায় এটাই হল জীবনের বৃত্ত। দুর্গাপুজোতেই এই গানটি রিলিজ করবে বলে সূত্রের খবর। বাবা -মেয়ে থেকে স্বামী-স্ত্রী, সম্রাট -ঋত্বিকার সম্পর্কের নতুন রসায়ণ ঠিক কতটা জমাটি হল, তা দেখার অপেক্ষায় দর্শক।

 

 

Share this article
click me!

Latest Videos

জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু