'মথুরবাবু আর নেই', রানিমার মৃত্যুর ধাক্কা কাটতে না কাটতেই 'চিরবিদায়' বড় জামাই গৌরবের

মথুরবাবু আর নেই। কথাটা শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পিরিয়ড ড্রামা'করুণাময়ী রানি রাসমণি'র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মথুরবাবু ওরফে গৌরব চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই সামনে এসেছে নতুন প্রোমা, যা দেখেই মন খারাপ রাসমণি ভক্তদের। 

মথুরবাবু আর নেই। কথাটা শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পিরিয়ড ড্রামা'করুণাময়ী রানি রাসমণি'র সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মথুরবাবু ওরফে গৌরব চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই সামনে এসেছে নতুন প্রোমা, যা দেখেই মন খারাপ রাসমণি ভক্তদের। রানিমার চলে যাওয়াটাই এখনও ঠিকমতো মেনে নিতে মানে নিতে পারেননি দর্শকরা। আর তার মধ্যেই রাসমণির বড় জামাই মথুরামোহনের বিদায় যেন মেনে নেওয়া কোনওভাবেই সম্ভব  নয়।

আরও পড়ুন-ব্রা-লেটে পোশাকে বেরিয়ে বক্ষের গভীর খাঁজ, চোখের ইশারায় রাইমা হয়ে উঠলেন হুবহু 'মহানায়িকা'

Latest Videos

আরও পড়ুন-'স্বামী না থাকলে মহিলাদের লড়াইটা অনেক বেশি কঠিন হয়', হাউ হাউ করে কেঁদে এ কী বললেন শিল্পা

 

 বাংলা ধারাবাহিকের ইতিহাসে মাইলস্টোন ছুঁয়ে ফেলেছিল 'করুণাময়ী রানি রাসমণি'। গত ৪ বছর ধরে টিআরপি-র তালিকায় তাক লাগিয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক। গত ৪ বছর ধরে সন্ধে হতে না হতেই টিভির ছোটপর্দায় চোখ রাখত দর্শকরা। প্রতিদিন সন্ধ্যাবেলায় রানি রাসমণিকে দেখার জন্য অস্থির হয়ে পড়ত ভক্তরা। রানিমার মৃত্যুতে যেন চোখের থামছিল না। এবার রানিমার মৃত্যুশোক কাটতে না কাটতেই মাস ঘুরতেই এবার যাবার পালা মথুরবাবু ওরফে গৌরবের। দিতিপ্রিয়ার পর  'করুণাময়ী রানি রাসমণি'থেকে বিদায় নিচ্ছেন গৌরব ওরফে সকলের প্রিয় মথুর।

 

 

রানি রাসমণির বড় জামাই মথুরামোহনের চরিত্রে অভিনয় করে সকলের প্রশংসা কুড়িয়েছেন গৌরব। অভিনেতার উজ্জ্বল উপস্থিতি ছোটপর্দায় যে এক অন্য ম্যাজিক তৈরি করেছে দর্শকমনে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আবারও বিদায়ের পালা। রাসমণি টিম যেমন কেঁদেছিল প্রিয় রানিমার শেষ বিদায়ে, তেমনই মথুরবাবুর চলে যাওয়াটাও যেন বড্ড আকস্মিক। ফের এক বিচ্ছেদ পর্ব নিয়ে হাজির চ্যানেল কর্তৃপক্ষ। যেখানে দেখা যাচ্ছে  মথুরবাবু আর নেই। সারদামণি প্রথমবার আসছেন দক্ষিণেশ্বরে , রাসমণির নতুন প্রোমোতেই এই বিচ্ছেদ দেখানো হয়েছে। তবে এই কঠিন বাস্তব মেনে নিতে পারছেন না ভক্তরা।

 

 

ছোটপর্দায় দীর্ঘদিন ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমনে জায়গা পাকিয়ে নিয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। তবে সকলের মধ্যে মথুরবাবুর চরিত্রে অভিনয় করে যেন মথুরামোহনকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন। রানিমার মৃত্যুর পরই উত্তর পর্বে নয়া চমক নিয়ে হাজির হয়েছিল 'করুণাময়ী রানি রাসমণি'। এবার   'করুণাময়ী রানি রাসমণি' উত্তর পর্বতে মথুরেরও ইতি টানার পালা। ,তবে সারদামণির দক্ষিণেশ্বরে আগমণ ও রামকৃষ্ণ ও সারদা মা-কে নিয়েই চলবে এই ধারাবাহিক।
 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী