প্রয়াত জনপ্রিয় অভিনেতা তাপস পাল, শোকের ছায়া টলিপাড়ায়

Published : Feb 18, 2020, 08:07 AM ISTUpdated : Feb 18, 2020, 01:41 PM IST
প্রয়াত জনপ্রিয় অভিনেতা তাপস পাল, শোকের ছায়া টলিপাড়ায়

সংক্ষিপ্ত

জনপ্রিয় অভিনেতা তাপস পাল প্রয়াত মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর ১৯৫৮ সালে ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি মুম্বইয়ের এক বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তাঁর

নক্ষত্রপতন টলিপাড়ায়। প্রিয় অভিনেতা তাপস পাল প্রয়াত। মঙ্গলবার ভোররাতে মুম্বইয়ের এক বেসরকারী হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। জনপ্রিয় অভিনেতা ও তৃণমূলের সাংসদের অকাল প্রয়াণের টলিপাড়ায় শোকের ছায়া। 

পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ছিলেন ভেন্টিলেশনে। সোমবার অবস্থার অবনতি হয়। মঙ্গলবার ভোররাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হুগলির চন্দননগরে ১৯৫৮ সালে ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তাঁকে অভিনয় জগতে সফলতা এনে দিয়েছে। কলেজে পড়ার সময়েই তিনি পরিচালকদের নজরে আসেন।


তাঁর অভিনীত অন্যতম এক ছবি 'দাদার কীর্তি' মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায়। এই ছবিই তাঁর জীবনে এক চূড়ান্ত সফলতা এনে দেন। এর পর থেকে আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি তাঁকে। অভিনয় জগতে থাকাকালীন একের পর এক ছবিতে কাজ করে দর্শকের মনে নিজের জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর যুক্ত হন রাজনীতির সঙ্গেও। কৃষ্ণনগর লোকসভা থেকে তৃণমূলের লোকসভার সাংসদ ছিলেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার