মা লক্ষ্মীর আরাধনায় জাঁকজমক নয়, গতবারের মতোই ছোট করে পুজোর আয়োজন করছেন অপরাজিতা আঢ্য

Published : Oct 19, 2021, 11:57 AM ISTUpdated : Oct 24, 2021, 12:49 PM IST
মা লক্ষ্মীর আরাধনায় জাঁকজমক নয়, গতবারের মতোই ছোট করে পুজোর আয়োজন করছেন অপরাজিতা আঢ্য

সংক্ষিপ্ত

প্রতিবছর পরম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মীদেবীর আরাধনায় মেতে ওঠেন টলিপাড়ার স্বনামধন্য অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সারা বাড়ি ভর্তি ছোট ছোট লক্ষ্মীর পা, আলপোনা দেওয়া সারা ঘরে। শাড়ি- গা ভর্তি গয়না পরিয়ে মা-লক্ষ্মীকে সাজানো, নিজের হাতে রান্না করে  মা-কে ভোগ নিবেদন এটাই হল অপরাজিতা আঢ্যর লক্ষ্মী পুজোর বিশেষ চমক। নিজের হাতেই মা লক্ষ্মীকে মন ভরে সাজান অভিনেত্রী। 

আজ কোজাগরী লক্ষ্মীপুজো। প্রতিবছর পরম নিষ্ঠার সঙ্গে কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মীদেবীর আরাধনায় মেতে ওঠেন টলিপাড়ার স্বনামধন্য অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সারা বাড়ি ভর্তি ছোট ছোট লক্ষ্মীর পা, আলপোনা দেওয়া সারা ঘরে। শাড়ি- গা ভর্তি গয়না পরিয়ে মা-লক্ষ্মীকে সাজানো, নিজের হাতে রান্না করে  মা-কে ভোগ নিবেদন এটাই হল অপরাজিতা আঢ্যর লক্ষ্মী পুজোর বিশেষ চমক। নিজের হাতেই মা লক্ষ্মীকে মন ভরে সাজান অভিনেত্রী। তবে  ২ বছর ধরে কোনও না কোনও বাধা পড়েই চলেছে।

 

 

আরও পড়ুন-সঙ্গমের চরম মুহূর্তে 'অন টপ' থাকতে পছন্দ করেন মালাইকা, বিছানায় গিয়েও চাই এই বিশেষ জিনিস

আরও পড়ুন-'আমি এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আইনকে ধোকা দেব না', মাদককান্ডে জামিন পেতে জোর সওয়াল আরিয়ানের

আরও পড়ুন-১৫ কোটি টাকা খোরপোষ, আরবাজের সঙ্গে 'Divorce'-এর আগের রাতটা কেন এত ভয়ঙ্কর মালাইকার জীবনে

 

অপরাজিতার লক্ষ্মীপুজোর দিকে তাকিয়ে থাকেন সমস্ত অনুরাগী তথা গোটা টলিপাড়া। কারণ লক্ষ্মীপুজোর মধ্যমণি হয়ে ওঠেন অভিনেত্রী নিজেই। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। তবে মা কে ছেড়ে দূরে কী আর থাকা যায়। শরীর খারাপের মধ্যেও মা লক্ষ্মীকে নিজের হাতে সাজিয়েছিলেন অপরাজিতা। নিপুণ দক্ষতার সঙ্গে পরম সযত্নে মা-কে সাজিয়েছেন অভিনেত্রী। শরীর খারাপের মধ্যেও মা লক্ষ্মীকে নিরাশ করেননি।   ইনস্টাগ্রামে নিজের হাতে সাজানো মা লক্ষ্মীর ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। এর পাশাপাশি ক্যাপশনে লিখেছিলেন,'আমার মা কে ঠিক সাজাতে পেরেছি'। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছিল অপাদির লক্ষ্মী প্রতিমার ছবি।

 

 

প্রতিবছরই জাঁকজমক ভাবে এই লক্ষ্মীদেবীর আরাধনায় মেতে ওঠেন অপরাজিতা। এবছর তা আর হল না। কিছুদিন আগেই প্রয়াত হয়েছিলেন অপরাজিতার শ্বশুরমশাই।  তাই এইবছরটাতেও কোন জাঁকজমক ভাবে নয়,একদম ছোট করেই মা লক্ষ্মীর আরাধনায় মেতেছেন অপরাজিতা। ঠাকুরমশাই ছাড়াই পুজো হবে অভিনেত্রীর বেহালার বাড়িতে। এবারের পুজোতেও সেভাবে আনন্দ করেননি। কারণ করেনা যেভাবে বাড়ছে তাতে চিন্তাও বাড়ছে। তাই করোনা আবহের মধ্যে ঘরোয়া ভাবেই  নিজের মা-কে নিজের মতো করে পুজো করছেন টলিপাড়ার অপা দি।


 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার