বছর ২০ পার দিতিপ্রিয়ার, মাঝরাতে কেক কেটে চলল সেলিব্রেশন, শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়


চলতি বছরের জন্মদিনে ভাইজ্যাকে রয়েছেন দিতিপ্রিয়া। বাবা ও মা রয়েছেন অভিনেত্রীর সঙ্গে। বেড়াতে গিয়েই মাধরাতেই ধুমধাম করে জন্মদিন সেলিব্রেশন করলেন নায়িকা। নিজের সোশ্যাল মিডিয়ায় জন্মদিন সেলিব্রেশনের ভিডিও পোস্ট করেছেন নায়িকা। দিতিপ্রিয়ার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে  হইহুল্লোড় করে কেক কাটছেন নায়িকা। সাদা রঙের বেলুন দিয়ে সাজানো গোটা ঘর, যার পিছনে লেখা হ্যাপি ২০। এত সুন্দর আয়োজনের জন্য মাকে ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও।
 

জীবনের উনিশটা বসন্ত পেরিয়ে কুড়িতে পা দিলেন দিতিপ্রিয়া রায়। ঘড়ির কাটা বারোটা পেরোতেই শুরু হয়েছে ধুমধাম সেলিব্রেশন। সকলের প্রিয় রানিমাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ২০-তে পা রাখতেই আরও যেন একটু বেশি বড় হয়ে গেলেন দিতিপ্রিয়া। সকলেই তাদের প্রিয় রানিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছরের জন্মদিনটা একটু যেন বেশি স্পেশ্যাল। এই বছরের জন্মদিনটা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন দিতিপ্রিয়া রায়। নিজের শহর থেকে দূরে রয়েছেন সকলের প্রিয় রানিমা। 

চলতি বছরের জন্মদিনে ভাইজ্যাকে রয়েছেন দিতিপ্রিয়া। বাবা ও মা রয়েছেন অভিনেত্রীর সঙ্গে। বেড়াতে গিয়েই মাধরাতেই ধুমধাম করে জন্মদিন সেলিব্রেশন করলেন নায়িকা। নিজের সোশ্যাল মিডিয়ায় জন্মদিন সেলিব্রেশনের ভিডিও পোস্ট করেছেন নায়িকা। দিতিপ্রিয়ার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে  হইহুল্লোড় করে কেক কাটছেন নায়িকা। সাদা রঙের বেলুন দিয়ে সাজানো গোটা ঘর, যার পিছনে লেখা হ্যাপি ২০। এত সুন্দর আয়োজনের জন্য মাকে ধন্যবাদ জানিয়েছেন নায়িকা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিও।

Latest Videos

গতে বাধা দীর্ঘ ৪ বছরের ইমেজকে ভেঙে চুরে এবার নয়া অবতার হাজির সকলের প্রিয় রানিমা। আটপৌরে শাড়ি, সাবেকি গয়না, কন্ঠীর মালা এসব এখন অতীত। রানিমার খোলস ছেড়ে বয়েজ কাট চুল, কাজল কালো চোখের চাহনিতে ঝড় তুললেন দিতিপ্রিয়া রায়। নিজেকে নিয়ে ঠিক কতটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন তা তার সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট। নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছেপ্রকাশও করেছিলেন দিতিপ্রুয়া । সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক অতনু বসুর অচেনা উত্তম। ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। ছোটপর্দা থেকে দূরে গিয়ে বড়পর্দায় প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন দিতিপ্রিয়া।  'অভিযাত্রিক' দিয়েই বড়পর্দায় হাতেখড়ি দিতিপ্রিয়ারা। বেশ কিছু ছবির কাজও রয়েছে দিতিপ্রিয়ার হাতে। গসিপ-প্রেমের গুঞ্জন- নতুন কাজ, দিতিপ্রিয়ায় মজে সাইবারবাসী। সাদা-কালোয় ফিরে এসেছে সত্যজিৎ রায়ের অপু-অপর্ণা। পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'অভিযাত্রিক'-এ অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা গেছে দিতিপ্রিয়া রায়কে। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে 'আয় খুকু আয়' সিনেমায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া। তবে সিনেমার আগে হইচই-এর জনপ্রিয় ওয়েবসিরিজ দিয়েই কামব্যাক করেছেন দিতিপ্রিয়া। হইচই-এর জনপ্রিয় ওয়েবসিরিজ তানসেনের তানপুরা-র তৃতীয় সিজনেই দেখা গেছে দিতিপ্রিয়াকে। আপাতত মুক্তির অপেক্ষায় দিতিপ্রিয়ার আগামী ছবি  'কলকাতা চলন্তিকা'।
 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar