পরণে নেই ব্লাউজ, ব্যাকলেসে 'সুপারহট' ইশা, খোলা পিঠের শরীরী নেশায় চোখ আটকে ভক্তদের

বড় পর্দার পাশাপশি ওয়েব সিরিজেও জনপ্রিয়তা বাড়ছে ইশার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম  খুললেই চোখে পড়ছে হট অবতারের একের পর এক ছবি। সম্প্রতি অভিনেত্রী নিজের  ইনস্টা-তে ব্যাকলেস ছবি শেয়ার করেছেন,শরীর নেশায় অভিনেত্রীকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা।

টলিউডে অল্প কয়েকদিনের মধ্যেই নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন ইশা সাহা। একের পর এক ছবি থেকে ওয়েবসিরিজে দাপিয়ে অভিনয় করছেন ইশা। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্টেও ঝড় তুলছেন ইশা। বাঙালিয়ানা থেকে ওয়েস্টার্ন সবরকম পোশাকেই বেশ সাবলীল ইশা।  বড় পর্দার পাশাপশি ওয়েব সিরিজেও জনপ্রিয়তা বাড়ছে ইশার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম  খুললেই চোখে পড়ছে হট অবতারের একের পর এক ছবি। সম্প্রতি অভিনেত্রী নিজের  ইনস্টা-তে ব্যাকলেস ছবি শেয়ার করেছেন,শরীর নেশায় অভিনেত্রীকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা।

 

Latest Videos

 

সোমবার জলমগ্ন গোটা কলকাতা। বর্ষায় ভিজেছে তিলোত্তমা নগরী। আর তার মাঝেই ব্যাকলেস ছবি শেয়ার করে উষ্ণতা বাড়িয়েছেন ইশা। পরণে নেই ব্লাউজ। শাড়ি আচলের সাইড করে তাকিয়ে রয়েছেন ইশা। খোলা চুলে অভিনেত্রীর হট অবতারে আগুন জ্বলছে সোশ্যাল মিডিয়ায়। খোলা পিঠেই যেমন যেন চোখ আটকে ভক্তদের তেমনই নাকের নথও নজর কেড়েছে । সাদা-কালো ছবিতে ইশাকে দেখে চোখ ফেরানোটা যেন বড্ড কষ্টের।

 

 

সাদা-কালো ছবিতে ইশা যেন রাতের ঘুম কেড়ে নিয়েছেন। ব্যাকলেস ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'বরষে স্বপ্নে বুন্দ বুন্দ'। ছবি ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। লাইক-কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সেক্সি ফিগারে হট পোজ দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী। 'প্রজাপতি বিস্কুট' সিনেমা করেই সকলের মন জিতে নিয়েছেন ইশা।  এখানেই থেমে নেই বঙ্গতনয়া। ইতিমধ্যেই অভিনেত্রী ইশা টেলিভিশনের দর্শকদের কাছেও খুব জনপ্রিয়। ছবি, ভিডি, ফোটোশুটে রীতিমতো উত্তাপ ছড়াচ্ছেন টলিপাড়ার ক্যুইন। হট মুভসে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন বঙ্গতনয়া। 

 

 

টলিপাড়ার 'সেক্সিয়েস্ট'  ইশা সাহা যেন একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন। কখনও সিরিয়াল কখনও বা ওয়েবসিরিজ অভিনেত্রীর শরীর বিহঙ্গে চোখ ফেরানো দায়। ওয়েব সিরিজ ছাড়াও ফোটোশ্যুটেও নজর কাড়ছেন অভিনেত্রী। ইশা সাহার বোল্ডনেসে কাঁপছে গোটা টলিপাড়া। মাত্র কয়েকদিনের মধ্যেই রাতারাতি নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন মিষ্টি মেয়েটি।  দেব রায় পরিচালিত হরর কমেডি তরুলতার ভূত-এ দেখা যাবে ইশা সাহাকে। যেখানে ইন্দ্রনীল সেনগুপ্তও রয়েছেন। কিছুদিন আগেই ইন্দ্রনীলের সঙ্গে ইশার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। 


 

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন