গায়ে নেই ব্লাউজ, খোলা পিঠে ছাপোষা গৃহবধূ জয়ার চাহনিতে মুগ্ধ নেটপাড়া

জয়া এহসান। টলি ইন্ডাস্ট্রির প্রথমসারির দাপুটে অভিনেত্রীর তালিকায় রয়েছে তার নাম। ইতিমধ্যেই ঝুলিতে রয়েছে একগুচ্ছ নয়া প্রজেক্টের কাজ। তার মধ্যে কলকাতায় শুটিং শুরু করে দিয়েছেন আপকামিং ছবি 'পুতুল নাচের ইতিকথা'-র। এই প্রথম পরিচালক সুমন মুখোপাধ্যায়ের ফিচার ফিল্মের জন্য কাজ করছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায়  'পুতুল নাচের ইতিকথা'-র ফার্স্ট লুক শেয়ার করেছেন জয়া এহসান। আর প্রথম লুকে দর্শকমন জিতে নিয়েছেন ওপার-এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান। জয়ার পোস্ট করা ছবিতে অতি সাধারণ ছাপোষা গৃহবধূর লুকে ধরা দিয়েছেন নায়িকা। যার গায়ে নেই ব্লাউজ, পরণে ছাপর শাড়ি, মাথায় বাধা গামছা, হাতে শাখা-পলা, কপালে আবছা সিঁদুর। তবে কাজল কালো চোখের চাহনিতে কাঁপছে নেটপাড়া। 

জয়া এহসান। টলি ইন্ডাস্ট্রির প্রথমসারির দাপুটে অভিনেত্রীর তালিকায় রয়েছে তার নাম। ইতিমধ্যেই ঝুলিতে রয়েছে একগুচ্ছ নয়া প্রজেক্টের কাজ। তার মধ্যে কলকাতায় শুটিং শুরু করে দিয়েছেন আপকামিং ছবি 'পুতুল নাচের ইতিকথা'-র। এই প্রথম পরিচালক সুমন মুখোপাধ্যায়ের ফিচার ফিল্মের জন্য কাজ করছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায়  'পুতুল নাচের ইতিকথা'-র ফার্স্ট লুক শেয়ার করেছেন জয়া এহসান  ( Jaya Ahsan) । আর প্রথম লুকে দর্শকমন জিতে নিয়েছেন ওপার-এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান।

জয়ার পোস্ট করা ছবিতে অতি সাধারণ ছাপোষা গৃহবধূর লুকে ধরা দিয়েছেন নায়িকা। যার গায়ে নেই ব্লাউজ, পরণে ছাপর শাড়ি, মাথায় বাধা গামছা, হাতে শাখা-পলা, কপালে আবছা সিঁদুর। তবে কাজল কালো চোখের চাহনিতে কাঁপছে নেটপাড়া। 'পুতুল নাচের ইতিকথা'য় কুসুম-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়া এহসানকে  ( Jaya Ahsan) । মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক সুমন মুখোপ্যাধ্যায়।  ২৩ বছরের রহস্যময়ী তরুণী কুসুম। যার খামখেয়ালিপনা তাকে অন্য রকম করে তোলে বারংবার। জয়া থেকে কুসুম হয়ে নিজেকে যেন ভারী অদ্ভুত মনে হতে শুরু করেছে নায়িকা। পুরো বিষয়টা বেশ উপভোগ করছেন।

Latest Videos

 

 

আরও পড়ুন-বক্ষযুগল ঢাকলেন গোলাপি ফুলে, 'ব্রা' ছাড়াই ব্লেজার চাপিয়ে ফের ভাইরাল উরফি

আরও পড়ুন-পোশাকের ফাঁক দিয়ে স্তনের উঁকিঝুকি, হাই থাই স্লিটে 'গোল্ডেন কুইন' রাইমা

আরও পড়ুন-সাদা বালিয়াড়িতে প্যান্ট ছাড়াই আনমনা শ্রাবন্তী,লো নেকের খাঁজে ভিড়মি খেলেন ভক্তরা

 

ছোটবেলায় মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাস পড়েছিলেন একসময়। এখন সেই উপন্যাসেরই নায়িকা। অন্যদিকে একজন সুদক্ষ পরিচালকের সঙ্গে কাজ করা, সব মিলিয়ে যেন উপরি পাওনা। ছবির অন্য এক মূল চরিত্র শশীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। এছাড়াও ছবিতে পরমব্রত,ধৃতিমান, অনন্যা চট্টোপাধ্যায় এবং কুসুমের স্বামী পরাণের চরিত্রে গোলাম সরোয়ার হারুণকে দেখা যবে। প্রথমবার জয়ার সঙ্গে কাজ করছেন তিনি। মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে 'পুতুল নাচের ইতিকথা' র শুটিং।  তারপরই পরিচালক সুমন মুখোপাধ্যায় যাবেন যুক্তরাষ্ট্রে।  অন্যদিকে জয়াও যাবেন ঝাড়খন্ডে, 'কালান্তর' ছবির বাকি শুটিং করতে।  সেখানেও তাকে বিপ্লবীর ভূমিকায় দেখা যাবে। এপার বাংলাতে এসেও বাজিমাত করেছেন জয়া আহসান  ( Jaya Ahsan) । দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় রয়েছে জয়া।  বয়স প্রায়  ৫০-এর কোটায় পৌঁছালেও তাকে দেখে বোঝার সাধ্য নেই। দুই বাংলাতেই চুটিয়ে কাজ করছেন জয়া। তবে শুধু রূপই নয়, ফিটনেস নিয়ে যথেষ্ঠ সচেতন জয়া। মডেল থেকে অভিনেত্রী জয়া বর্তমানে হয়ে উঠেছেন জেনওয়াই-দের আইডল। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত অ্যাক্টিভ জয়া। কীভাবে ভক্তদের ধরে রাখতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত জয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাকলস ছবি পোস্ট করেছেন জয়া। রেড হট কিলার লুকে কাঁপছে দুই বাংলার ফ্যানেরা। আপাতত পর্দায় কুসুমের অপেক্ষায় রয়েছে বাঙালি।

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee