মৃত্যুর মুখে তুফানমেল, প্রোমোতেই কি হারানো সিংহাসন ফিরে পেল 'মিঠাই', দেখে নিন সেরা দশে কারা

একটানা টিআরপি-র তালিকায় একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল সকলের প্রিয় মিঠাই রানি। বেশ কয়েক মাস ধরেই প্রাপ্ত নম্বর একটু একটু করে কমতে শুরু করেছিল  মিঠাইয়ের। যা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন মিঠাই ভক্তরা। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড় চমক এসেছে।  একমুহূর্তে যেন সবকিছু যেন ওলট-পালট হয়ে গেছে। এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে মিঠাই রানি। অবশেষে নিজের পুরোনো সিংহাসন ফিরে পেল মিঠাই রানি। দীর্ঘদিন বাদে চওড়া হাসি ফুটল মিঠাই ভক্তদের মুখে। ৮.৫ পয়েন্ট পেয়ে চলতি সপ্তাহের সেরার সেরা হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই।

একটানা টিআরপি-র তালিকায় একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছিল সকলের প্রিয় মিঠাই রানি। বেশ কয়েক মাস ধরেই প্রাপ্ত নম্বর একটু একটু করে কমতে শুরু করেছিল  মিঠাইয়ের। যা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন মিঠাই ভক্তরা। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় বড় চমক এসেছে।  একমুহূর্তে যেন সবকিছু যেন ওলট-পালট হয়ে গেছে। এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে মিঠাই রানি। অবশেষে নিজের পুরোনো সিংহাসন ফিরে পেল মিঠাই রানি। দীর্ঘদিন বাদে চওড়া হাসি ফুটল মিঠাই ভক্তদের মুখে। ৮.৫ পয়েন্ট পেয়ে চলতি সপ্তাহের সেরার সেরা হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই।

স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। গত সপ্তাহেই সকলকে চমকে দিয়ে  সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিয়েছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। লড়াইয়ে যে তিনি এগিয়ে রয়েছেন তার আভাস আগেই পেয়েছিল দর্শক। তবে চলতি সপ্তাহে বেঙ্গল টপারের মুকুট উঠল মিঠাইয়ের মাথায়। গত সপ্তাহেই মিঠাইয়ের প্রোমো দেখেই মাথায় হাত পড়েছিল ভক্তদের। যেখানে দেখানো হয়েছিল ওমির চালানো গুলিতেই জখম হবে মিঠাই। মৃত্যুর মুখে মিঠাইকে পড়তে দেখেই মন খারাপ হয়েছিল ভক্তদের। তবে জীবন-মৃত্যুর এই লড়াই সিংহাসন ফিরিয়ে দিয়েছে মিঠাইকে। এবার যেন মুহূর্তের মধ্যে সকলকে চমকে দিয়েছে মিঠাই। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

Latest Videos

মিঠাই: ৮.৫ (প্রথম) 

লক্ষ্মী কাকিমা সুপারস্টার: ৮.০ (দ্বিতীয়)

গৌরি এলো: ৭.৯ (তৃতীয়)

গাঁটছড়া: ৭.৯ (তৃতীয়)

আলতা ফড়িং: ৭.৭ (চতুর্থ)

ধুলোকণা: ৭.৫  (পঞ্চম)

মন ফাগুন: ৬.৩ (ষষ্ঠ)

অনুরাগের ছোঁয়া:  ৬.৩ (ষষ্ঠ)

উমা: ৬.২ (সপ্তম)

এই পথ যদি না শেষ হয়: ৬.০ (অষ্টম)

এক্কা দোক্কা: ৫.৮ (নবম)

খেলনা বাড়ি: ৫.৬ (দশম)

 

চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে (৮.৫) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল জি বাংলার ধারাবাহিক 'মিঠাই'।  (৮.০) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে  'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। (৭.৯) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'গাটছড়া' ও 'গৌরি এলো'।  (৭.৭) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে 'আলতা ফড়িং'।  (৭.৫) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'ধুলোকণা'। (৬.৩) পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক' মন ফাগুন'।  (৬.৩) পয়েন্টে  ষষ্ঠ স্থানে রয়েছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'।  (৬.২) পয়েন্টে  সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক  'উমা' । (৬.০)পয়েন্টে  অষ্টম  স্থানে রয়েছে 'এই পথ যদি না শেষ হয়' । (৫.৮) পয়েন্টে নবম  স্থানে রয়েছে ধারাবাহিক এক্কা দোক্কা।  (৫.৬) পয়েন্টে দশম  স্থানে রয়েছে ' খেলনা বাড়ি '। 


 

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today