
গোকূলে দেবকীর অষ্টম গর্ভে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে বা অষ্টম তিথিতে জন্ম হয় কৃষ্ণের। এই জন্মাষ্টমী তিথির আর এক নাম গোকূল অষ্টমী। তারপর থেকেই সারা ভারতবর্ষে প্রতি বছর এই জন্মাষ্টমীর গুরুত্ব বাড়তে শুরু করে। আজ জন্মাষ্টমী। সারা দেশ জুড়ে পালিত হবে জন্মাষ্টমী। ইতিমধ্যেই তোড়জোড় চলছে জোরকদমে। জন্মাষ্টমীর দিন বড় চমক টিআরপি লিস্টে। তবে এ সপ্তাহের টিআরপি লিস্ট আসতে একটু দেরি হল বটে তবে বড় টুইস্ট অপেক্ষা করছে দর্শকদের জন্য। বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-র তালিকায় একছত্র আধিপত্য বিস্তার করে রেখেছে সকলের প্রিয় মিঠাই রানি। ফের সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল মিঠাই রানি। মিঠাই সেরার তকমা পেতেই জয় গোপাল ধ্বনি দিল মিঠাই ভক্তরা।
একের পর এক সিরিয়াল যখন বন্ধ হচ্ছে তখনই নিজের রাজত্ব ফিরে পেয়েছে সকলের প্রিয় মিঠাই রানি। বেশ কয়েক সপ্তাহ ধরে পুরোনো সিংহাসন ফিরে পেয়েছে মিঠাই।চলতি সপ্তাহের টিআরপি তালিকায় ফের সেরার সেরা-র মুকুট উঠেছে মিঠাইয়ের মাথায়। বৃহস্পতিবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়, তবে এবার এসেছে একদিন পর অর্থাৎ শুক্রবার। কে এগিয়ে যাবে আর কে যাবে পিছিয়ে তা জানতেই মুখিয়ে থাকে দর্শকরা। তবে এবারের টিআরপি তালিকাতেও বড় চমক। গত সপ্তাহের মতোই এই সপ্তাহেরও টিআরপি তালিকায় সেরা সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে সকলের প্রিয় মিঠাই রানি। অবশেষে নিজের পুরোনো সিংহাসন ফিরে পেল মিঠাই রানি। দীর্ঘদিন বাদে চওড়া হাসি ফুটল মিঠাই ভক্তদের মুখে। প্রথম হলেও গত সপ্তাহের থেকে প্রাপ্ত নম্বর সামান্য কমেছে মিঠাইয়ের। ৮.৩ পয়েন্ট পেয়ে চলতি সপ্তাহের সেরার সেরা হয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাই। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
মিঠাই: ৮.৩ (প্রথম)
গাঁটছড়া: ৮.১ (দ্বিতীয়)
গৌরি এলো: ৮.০ (তৃতীয়)
আলতা ফড়িং: ৭.৮ (চতুর্থ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার: ৭.৬ (পঞ্চম)
ধুলোকণা: ৬.৭ (ষষ্ঠ)
উমা: ৬.৫ (সপ্তম)
মন ফাগুন: ৬.৪(অষ্টম)
অনুরাগের ছোঁয়া: ৬.৩ (নবম)
এই পথ যদি না শেষ হয়: ৫.৮ (দশম)
স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। তবে চলতি সপ্তাহে বেঙ্গল টপারের মুকুট উঠল মিঠাইয়ের মাথায়। এবার যেন মুহূর্তের মধ্যে সকলকে চমকে দিয়েছেন মিঠাই। চলতি সপ্তাহে সকলকে চমকে দিয়ে (৮.৩) পয়েন্টে সেরার সেরা-র মুকুট ছিনিয়ে নিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই'। (৮.১) পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে 'গাটছড়া'। (৮.০) পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে 'গৌরি এলো' । (৭.৮) পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে 'আলতা ফড়িং'। (৭.৬) পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'। (৬.৭) পয়েন্টে ষষ্ঠ স্থানে রয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'ধুলোকণা'। (৬.৫) পয়েন্টে সপ্তম স্থানে রয়েছে ধারাবাহিক 'উমা' । (৬.৪)পয়েন্টে অষ্টম স্থানে রয়েছে 'মন ফাগুন' । (৬.৩) পয়েন্টে নবম স্থানে রয়েছে ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'। (৫.৮) পয়েন্টে দশম স্থানে রয়েছে 'এই পথ যদি না শেষ হয়'।
আরও পড়ুন-'ব্রা' ছাড়াই ব্যাকলেস রাফেল ড্রেসে তাক লাগালেন উরফি, 'কিউট' বলল নেটিজেনরা
আরও পড়ুন-'বড়সড় ষড়যন্ত্রের শিকার জ্যাকলিন', ২১৫ কোটির প্রতারণা মামলায় মুখ খুললেন আইনজীবী