'কোভিড থাকছে, থাকবে', করোনার সত্যকে রাজনৈতিক-সামাজিক রূপে তুলে ধরলেন বিরসা

Published : Nov 11, 2020, 06:46 AM IST
'কোভিড থাকছে, থাকবে', করোনার সত্যকে রাজনৈতিক-সামাজিক রূপে তুলে ধরলেন বিরসা

সংক্ষিপ্ত

করোনা আবহে সবকিছুই অতি সাধারণ এমনটাই মনে করছেন পরিচালক বিরসা দাশগুপ্ত নিজের পোস্টে সে কথাই লিখলেন তিনি চিন্তা করতে বারণ করলেন সকলকে

করোনা আবহে প্রায় আট মাস কাটতে চলল কলকাতার। দেখতে দেখতে শেষ হতে চলেছে ২০২০। বছরের শুরুতেই ছিল মৃত্যুমিছিল। করোনা জীবন কেড়েছে অসংখ্য মানুষের। তবে ওই যে কথায় বলে, "দ্য শো মাস্ট গো অন", তেমনটাই হয়েছে। কোনও কিছুই থেমে থাকেনি। মহালয়ায় বাঙালির আনন্দ, ভিড় ঠেলে দুর্গা পুজোর শপিং, জমিয়ে দুর্গা পুজোয় মজা করা, এবার কালীপুজোর জন্যও সকলে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। দোকানপাট খুলেছে, ভ্রমণের জায়গাও খুলেছে প্রচুর। তাই আর চিন্তা করে লাভ নেই। 

এমনটাই বলছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। কোভিড থাকুক কোভিডের মত, নিউ নর্ম্যালে সকলের মতই বিরসাও নিজেকে গুছিয়ে নিয়েছেন। তাই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সে কথা প্রকাশ করেছেন টলিউডের জনপ্রিয় পরিচালক। তিনি লিখেছেন, "কোভিড থাকছে, থাকবে। ভ্যাকসিন আসছে, আসবে। বিডেইন জিতলেন, ট্রাম্প হারলেন। মার্কিন কমলা এলেন, আমাদের তো কমলা আছেই। শীতকাল আসছে, নতুন গুড় আসছে।"

আরও পড়ুনঃনম্র স্বভাব থেকে রণমূর্তি ধারণ করল শ্যামা, নিখিলের থেকে দূরে থেকেই কি এই পরিবর্তন

 

তিনি আরও লেখেন, "পৌষ মেলা আসছে, সবাই শান্তিনিকেতন যাবে। এদিকে পার্ক স্ট্রিট ভরে যাবে টুনিতে। বড়লোকের দাপাদাপি থাকছে, গরীবের হাহাকার, মধ্যবিত্তদের খুঁটে খাওয়া। পাউরুটি ঝোলা গুড় থাকছে, গিটকীরি গানও। পিএনপিসি চলছে, দল বাজিও। প্রেমও থাকছে, প্রেমিক-প্রেমিকারাও, এমনকি ফুটপাথও বদল হচ্ছে। সব আগের মতই থাকছে। চিন্তা 'করোনা'। চিয়ার্স।" কথায় কথায় বড় সত্যিইটা সামনে এনে রাখলেন পরিচালক। যা ভাবাচ্ছে সাধারণ মানুষকে। 

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা