নীলকে ভুলে কার প্রেমে 'রাধা' হতে চান তৃণা, ভিডিওতে প্রকাশ্যে আনলেন নিজের অনুভূতি

Published : Dec 30, 2020, 05:52 PM ISTUpdated : Dec 31, 2020, 07:20 AM IST
নীলকে ভুলে কার প্রেমে 'রাধা' হতে চান তৃণা, ভিডিওতে প্রকাশ্যে আনলেন নিজের অনুভূতি

সংক্ষিপ্ত

বাংলা টেলিজগৎ ছেড়ে এবার সরাসরি বলিউডে অনুষ্কা শর্মা রূপে হাজির হলেন তৃণা সাহা 'রাধা' গানে নেচে ভাইরাল হলেন ব্রাইড টু বি নীলকে ছেড়ে তবে কি শাহরুখেরই 'রাধা' হলেন তৃণা

আগামী ৪ ঠা ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। হাতে বেশি সময় নেই, যার জেরে জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। প্রস্তুতির মাঝে কন কৃষ্ণের প্রেমে পড়লেন তৃণা। সেই অনুভূতির ভিডিও প্রকাশ্যে আনলেন। নীলকে ছেড়ে বোধহয় শাহরুখের প্রেমে মত্ত হলেন তৃণা। 'জব হ্যারি মেট সেজাল'র গান রাধা-এ অনুষ্কার রূপে সেজে নেচে দেখালেন তৃণা। সেই ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। রাধা গানে মনের আনন্দে নাচছেন তিনি। 

যা দেখে মন্ত্রমুগ্ধ হয়েছে ভক্তমহল। তাঁকে নিয়ে সর্বদাই ভক্তদের মধ্যে উৎসাহ থেকেই থাকে। তাঁর এবং নীলের বিয়ের ঘোষণার পর থেকেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় উঁকি ঝুকি যেন একটু বেশিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। মাস খানেক পরই বিয়ের পিঁড়িতে বসছেন ছোটপর্দার অভিনেত্রী তৃণা সাহা এবং অভিনেতা নীল ভট্টাচার্য। তাঁদের বিয়ের দিন যত এগিয়ে আসছে ততই আগ্রহী হয়ে উঠছে ভক্তরা। দীর্ঘদিনের সম্পর্ক অবশেষে বাঁধা পড়ছে বিয়ের বন্ধনে। কেমন হবে তৃণা ও নীলের যাত্রা। জানতে প্রস্তুত অনুরাগীরা। 

আরও পড়ুনঃবরফের মধ্যে ঘনিষ্ঠতায় মজে অঙ্কুশ-ঐন্দ্রিলা, সেলেব জুটির হিমাচল ডায়রিজ

 

বিয়ের প্রস্তুতি এবং শ্যুটিংয়ের মাঝেই প্রথম আইবুড়ো ভাত সেরে ফেলেছেন তৃণা। প্রথম আইবুড়ো ভাতেই পাত পেড়ে নিজের পছন্দের পদ গুলি খেলেন ব্রাইড টু বি। তিন রকমেপর মাছ, ভাজা, মিষ্টি সাজিয়ে দেওয়া হয়েছে। বাঙালির পছন্দের পদগুলি পেয়ে বেজায় খুশি তিনি। নীল রঙের শাড়িতে সেজে পাত পেড়ে খেতে বসেছেন তৃণা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শোর করেছেন ছবিগুলি। পোস্ট করে লিখেছেন, "এবার নিজের আইবুড়ো ভাত পর্ব শুরু করলাম।" আইবুড়ো ভাতের আগে ব্যাচিলারেট পার্টিও সেরে ফেলেছেন তৃণা।    

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা