- Home
- Entertainment
- Bengali Cinema
- বরফের মধ্যে ঘনিষ্ঠতায় মজে অঙ্কুশ-ঐন্দ্রিলা, সেলেব জুটির হিমাচল ডায়রিজ
বরফের মধ্যে ঘনিষ্ঠতায় মজে অঙ্কুশ-ঐন্দ্রিলা, সেলেব জুটির হিমাচল ডায়রিজ
ঐন্দ্রিলা অঙ্কুশের হিমাচল ডায়রিজ বর্তমানে নেটিজেনদের পছন্দের পোস্টগুলির মধ্যে অন্যতম। বছরের শেষের কয়েকটা দিন হিমাচল প্রদেশে গিয়ে কাটাচ্ছেন ঐন্দ্রিলা অঙ্কুশ। তাদের সঙ্গে অবশ্য রয়েছেন আরও দু'জন। হিমাচল প্রদেশে বরফের মাঝেই কাটাচ্ছেন ২০২০-র শেষে কয়েকটা দিন। নতুন জীবনে প্রবেশ করার আগেই ছোট্ট ট্রিপে অঙ্কুশ ঐন্দ্রিলা। মানালির কুফরিতে গিয়ে বরফ নিয়ে দারুণ মজা করছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।
| Dec 30 2020, 04:53 PM IST
- FB
- TW
- Linkdin
)
শুরু হয়েছে দেদার পাগলামিও। যেখানে তাঁদের একে অপরের দিকে বরফ ছুঁড়তে দেখা গিয়েছে।
Subscribe to get breaking news alerts
সেই ছবি ভিডিও ইতিমধ্যে ঘুরে ফিরে বেড়চ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিমানবন্দরে ছবি তুলেছিলেন চারজনে।
শীতের পোশাক পরে একেবারে প্রস্তুত তাঁরা ছুটি কাটাতে। অঙ্কুশ পোস্ট করেছেন ছবিটি।
নিজেদের সোশ্যাল মিডিয়ায় নানা ছবি, ভিডিও দিয়ে আপডেট করছেন নিজেদের ভক্তদের। যেখান অঙ্কুশের কোলে দেখা যাচ্ছে ঐন্দ্রিলাকে।
মানালির রাস্তাতেও বিভিন্ন রকমের রিল ভিডিও বানিয়েছেন তাঁরা। উইন্টার ফ্যাশনেও চমক দিয়েছেন ঐন্দ্রিলা।
মানালির রাস্তাতেও বিভিন্ন রকমের রিল ভিডিও বানিয়েছেন তাঁরা। উইন্টার ফ্যাশনেও চমক দিয়েছেন ঐন্দ্রিলা।
বরফের মধ্যে শুয়ে রীতিমত ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিয়েছেন সেলেব জুটি। মন খুলে কতটা আনন্দ করছেন তাঁরা, তা পুরোপুরি স্পষ্ট।
অন্যদিকে সোলান ভ্যালিতে গিয়ে একটি কুকুরছানাকে কোলে নিয়ে ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা।