Chandreyee Ghosh: রশ্মিকার 'সামি'র তালে উদ্দাম নাচ, কোমরের ঠুমকায় ঘুম উড়ালেন চান্দ্রেয়ী

  'পুষ্পা'  ছবির 'সামি' গানের তালে কোমর দোলালেন চান্দ্রেয়ী ঘোষ। নেটদুনিয়ার হট সেনসেশন চান্দ্রেয়ী ঘোষও এবার 'সামি' ঝড়ে সামিল হলেন। 'পুষ্পা'  ছবির 'সামি' গানের তালে কোমর দোলায়নি এমন মানুষের সংখ্যা প্রায় হাতেগোনা। চান্দ্রেয়ীও রয়েছেন সেই তালিকায়। এবার জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার গানের তালে নেচে ঝড় তুললেন চান্দ্রেয়ী ঘোষ। ঝড়ের গতিতে ভাইরাল হল ভিডিও।

ফিগার হোক কিংবা ফোটোশ্যুট টলিপাড়ার অভিনেত্রীরা একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। তাদের স্টাইল স্টেটমেন্টে হার মানছে বলি সুন্দরীরাও। সেই তালিকায় নতুন সংযোজন টলি অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। কিছুদিন আগেও নিজের সোশ্যাল মিডিয়ায় হট লুকের ছবি শেয়ার করে ঝড় তুলেছিলেন চান্দ্রেয়ী (Chandreyee Ghosh)। এবার  'পুষ্পা'  (Pushpa) ছবির 'সামি' (Saami) গানের তালে কোমর দোলালেন চান্দ্রেয়ী ঘোষ।


বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন টলি অভিনেত্রী চান্দ্রেয়ী (Chandreyee Ghosh)। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় রয়েছেন চান্দ্রেয়ী । নেটদুনিয়ার হট সেনসেশন চান্দ্রেয়ী ঘোষও এবার 'সামি' ঝড়ে সামিল হলেন। 'পুষ্পা' (Pushpa)  ছবির 'সামি' (Saami) গানের তালে কোমর দোলায়নি এমন মানুষের সংখ্যা প্রায় হাতেগোনা। চান্দ্রেয়ীও রয়েছেন সেই তালিকায়। এবার জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার গানের তালে নেচে ঝড় তুললেন চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh)। ঝড়ের গতিতে ভাইরাল হল ভিডিও।

Latest Videos

 

আরও পড়ুন-Mimi Chakraborty: গোপন ডেট নাকি সোলো ট্রিপ, বরফের দেশে স্টাইল স্টেটমেন্টে ছক্কা হাঁকালেন মিমি

আরও পড়ুন-Nusrat-Yash: 'বিয়ে তো একবার হয়ে গেছে আবার কেন করবো', যশের সঙ্গে বিয়ের জল্পনা উস্কে দিলেন নুসরত

আরও পড়ুন-Vivek Slammed Aishwarya: শরীর ও হৃদয় পুরোটাই প্লাস্টিকের, ব্রেক আপের পরই ঐশ্বর্যকে কটাক্ষ প্রেমিক বিবেকের

 

দক্ষিণী ছবি 'পুষ্পা'র 'সামি' গানের তালে নেচে সকলের ঘুম কাড়লেন চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh)। পরনে হলুদ শাড়ি, কাজ করা জ্যাকেট স্টাইলের ব্লাউজ, কোমরে কোমরবন্ধনী,  চোখে সানগ্লাস, রোদচশমা পরেই উদ্দাম নেচে সকলের নজর কাড়লেন চান্দ্রেয়ী। ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। বঙ্গনারীর  সামি স্টাইলে সকলকে মুগ্ধ করেছেন চান্দ্রেয়ী ঘোষ। চান্দ্রেয়ীর 'সামি' ডান্স দেখে পাগল হয়েছেন সমস্ত অনুরাগীরা। লাইক ও কমেন্টের সংখ্যাও হু হু করে বাড়ছে।   শরীরী উষ্ণতায় তাপমাত্রার পারদ চড়িয়ে মুহূর্তে ভাইরাল হলেন টলিউডের সুন্দরী  চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh) । সম্প্রতি মৈনাক ভৌমিকের চিনি ছবিতে দেখা গেছে অভিনেত্রীকে। কখনও দয়মন্তী-র মুনিয়া আবার কখনও তিনি মন্টু পাইলটের বিবিজান-এ ঝড় তুলেছেন চান্দ্রেয়ী। দিনকয়েক আগেই করোনায় আক্রান্ত  হয়েছিলেন টলিউড অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। ডাক্তারের পরামর্শ মেনেই হোম আইসোলেশনে ছিলেন অভিনেত্রী। চান্দ্রেয়ী জানিয়েছিলেন,  গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছিলেন তারা সকলেই যেন করোনা পরীক্ষা করিয়ে নেন।  আপাতত করোনা নেগেটিভ হয়ে কাজে ফিরেছেন টলি নায়িকা। বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। বর্তমানে জনপ্রিয় বাংলা ধারাবাহিকে কাজ করছেন চান্দ্রেয়ী। একের পর এক অভিনেতা-অভিনেত্রী যেভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন, তাতে চিন্তা ক্রমশ বাড়ছে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News