সোহিনীর ছবিতে সাহেবের 'আই লাভ ইউ কমেন্ট'! আসল গল্পটা কী

swaralipi dasgupta |  
Published : Jun 11, 2019, 06:32 PM ISTUpdated : Jun 11, 2019, 06:33 PM IST
সোহিনীর ছবিতে সাহেবের 'আই লাভ ইউ কমেন্ট'! আসল গল্পটা কী

সংক্ষিপ্ত

যাঁরা পোষ্য প্রেমে পড়েন, তাঁরা আর সে জীবনে সেই মায়া কাটাতে পারেন না শুধু মাত্র পেট ভরে খাওয়া আর একটু আদর, এই দুটো পেলেই পোষ্যও সেই ভালবাসা আপনাকে ফিরিয়ে দিতে পারে অভিনেত্রী সোহিনী সরকারও এমনই একটি মিষ্টি বিড়ালকে আগলে রাখেন সম্প্রতি সোহিনী তাঁর আদরের মার্জারকে নিয়ে একটি ছবি পোস্ট করেন

যাঁরা পোষ্য প্রেমে পড়েন, তাঁরা আর সে জীবনে সেই মায়া কাটাতে পারেন না। শুধু মাত্র পেট ভরে খাওয়া আর একটু আদর, এই দুটো পেলেই পোষ্যও সেই ভালবাসা আপনাকে ফিরিয়ে দিতে পারে। অভিনেত্রী সোহিনী সরকারও এমনই একটি মিষ্টি বিড়ালকে আগলে রাখেন।

সম্প্রতি সোহিনী তাঁর আদরের মার্জারকে নিয়ে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে সোহিনী লেখেন, তুমি যদি বিড়াল ভালোবাসো, তা হলেই বুঝবো যে আমাকেও তুমি ভালোবাসো। 

সোহিনীর এই ছবিতেই কমেন্ট করে আই লাভ ইউ বলেন সাহেব। সাহেব লেখেন,আই হেট ক্যাটস। বাট আই স্টিল লাভ ইউ। কী মুশকিল! 

সোহিনীর ছবিতে সাহেবের এই কমেন্ট দেখেই ফলোয়াররা জল্পনা শুরু করে দেন। তবে এই কমেন্ট যে নিখাদ মজা করেই সাহেব করেছেন, তা নিঃসন্দেহেই বলা যায়। 

প্রসঙ্গত এই মুহুর্তে হইচই-এর মানভঞ্জন নিয়ে ব্যস্ত সোহিনী সরকার। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে তাঁর বিবাহ অভিযান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ভিঞ্চি দা। ছবিটি বক্স অফিসে ভাল কাজ করেছে। এছাড়াও নটধা দলে অর্ণ মুখোপাধ্যায়ের নির্দেশনায় মহাভারত নাটকেও অভিনয় করেছেন সোহিনী। 
 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার