পাশ থেকে স্পষ্ট স্তনযুগল, অন্তর্বাস পরেননি কেন. নেটদুনিয়ায় ট্রোলের মুখে দর্শনা

  • ডান্স ভিডিও-তে উদ্দাম নাম 
  • ওয়ানপিসের পাশ থেকে স্পষ্ট স্তনযুগল 
  • ভিডিও শেয়ার হতেই কড়া সমালোচনা
  • দর্শনার নয়া লুক মুহূর্তে ভাইরাল 

বরাবরই সাহসি পোশাক ও হটলুকে ধরা দিয়ে থাকেন দর্শনা বনিক। তাঁর নেট দুনিয়ায় উষ্ণ আবেদনেই বুঁদ থাকে ভক্তমহল। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ দর্শনা। সে ট্রেন্ডের ঝড়ে পা মিলিয়ে হোক বা কোনও হট পোজে মডেলিং-এর ফোটোশ্যুটই হোক। ভক্তদের সঙ্গে মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন দর্শনা। ঝড়ের বেগে তা হয়ে ওঠে ভাইরাল। এবারও হল না তার ব্যতিক্রম। 

আরও পড়ুন- বিজ্ঞাপনে নয়, বাস্তবে কোন প্রোডাক্ট ব্যবহার করে ঐশ্বর্য ধরে রেখেন সৌন্দর্য্য, ফাঁস তথ্য

Latest Videos

বর্তমানে নেট দুনিয়ায় ডোন্ড রাশ চ্যালেঞ্জ-এর ঝড়ে মত্ত। সকলেই এই নিয়ে ভিডিও পোস্ট করছে। সেলেব মহলের এই নয়া ট্রেন্ডের জোয়ারে এবার সামিল দর্শনাও। তিনিও এই গানের সঙ্গে তাল মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে উপস্থিত। পরণে একটি ওয়ানপিস। গোলাপি রঙে হটনেস যেন আরও বেশি নজর কাড়ে। তবে নেটিজেনদের একাংশের বেজায় আপত্তি দর্শনার এই পোশাক নিয়ে। 

 

 

প্রকাশ্যে প্রশ্ন করে বসলেন, অন্তর্বাস পরেননি কেন! পেছনে অনেকটা অংশই খোলা, এবং কাটিং সাইড দিয়ে পৌঁছে গিয়েছে বক্ষযুগল পর্যন্ত। হাত উপরে তুলতেই স্পষ্ট বোঝা গেল স্তন। এতেই ওঠে প্রশ্নের ঝড়, তবে কি অন্তর্বাস ছাড়াই এই ভিডিও শ্যুট করলেন দর্শনা, এই ভাবনাতেই এখন মত্ত ট্রোলাররা ভিড় জমাছে দর্শনার প্রফাইলে। যদিও এই বিষয় বিন্দু মাত্র কর্ণপাত না করেই হটপোজে ভাইরাল হয়ে উঠলেন বং ডিভা। 

Share this article
click me!

Latest Videos

‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas