স্টেয়ারিং ধরে কোন পথে বেরিয়ে পড়লেন মধুমিতা, ভিডিও শেয়ার করতেই ভাইরাল

Published : Mar 17, 2021, 10:54 AM IST
স্টেয়ারিং ধরে কোন পথে বেরিয়ে পড়লেন মধুমিতা, ভিডিও শেয়ার করতেই ভাইরাল

সংক্ষিপ্ত

হাতে স্টেয়ারিং ধরে ভাইরাল মধুমিতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও গন্তব্য কোথায় নিজেও জানেন না  মুহূর্তে নজর কাড়ল ভিডিও 

সুপারস্টার মানে তাদের ব্যস্ততা থাকে তুঙ্গে। আর বং কুইন মধুমিতা সরকার বর্তমানে সেই তালিকায় নাম লিখিয়েছেন। একের পর এক ছবিতে নিয়ে এখন ব্যস্ত তিনি। ছোটপর্দা থেকে অভিনয় জগতে সফর শুরু হলেও বড়পর্দাতেও এখন তিনি পাকাপোক্তভাবে জাঁকিয়ে বসার ব্যবস্থা করছেন। এই পরিস্থিতিতে ছুটি পাওয়া দুঃসাধ্য বিষয়। যার ফলে ইচ্ছে থাকলেও উপায় মেলে কম।

 

 

তাই ব্যস্ততা যখন তুঙ্গে তখনই একদিনের সময় বার করে ডেআউটে বেরিয়ে পড়লেন মধুমিতা। গন্তব্য ঠিক কোথায়, বোঝা গেল না। বোঝা গেল না এই কারণে, কারণ মধুমিতা ও ঠিক জানেন না তিনি যাচ্ছেন কোথায়। সোশ্যাল মিডিয়ায় গাড়ি চালানোর ভিডিও শেয়ার করে তিনি লিখেন ঠিক ভবিষ্যতের মতই অজানা পথ। যার ফলে আউটিং নিয়েছে বেজায় উত্তেজনা তুঙ্গে তা স্পষ্ট ধরা পড়লে ফ্রেমে।

 

 

পাশাপাশি তিনি একটি ছবিও শেয়ার করলেন নেট দুনিয়ায়। মধুমিতা বরাবরই উগ্র মেকআপ খুব একটা পছন্দ করেন না। সিম্পল লুক যেন তার বিউটি ইউএসপি। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়া এ্যাক্টিভ থাকা এই সেলেব কোন পোস্ট দেওয়া মাত্রই ভক্ত হলে তা হয়ে ওঠে ভাইরাল। এবারও তার ব্যতিক্রম হল না।

PREV
click me!

Recommended Stories

Hiran Chatterjee: ফের সাত পাকে বাঁধা পড়লেন বিধায়ক-অভিনেতা হিরণ! কার সঙ্গে হল মালাবদল?
বিয়ের পরে মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন মধুমিতা সরকার! বিয়ের প্রস্তুতি কতটা এগিয়েছে?