রতন কাহারের 'গেন্দা ফুল', জ্যাকলিন-বাদশাহকে টেক্কা দিলেন দেবলীনা, ইমন, বিক্রম

  • বিতর্কিত গান 'গেন্দা ফুল'র হাত ধরেই শিরোনামে দেবলীনা
  • জ্যাকলিন ফারন্যানডিস এবং বাদশাহর 'গেন্দা ফুল'র বাংলা ভারশন
  • 'বড়লোকের বেটি লো' গানের জন্মদাতা রতন কাহার গানের মূল আকর্ষণ
  • জ্যাকলিন-বাদশাহকে টেক্কা দিয়ে এগিয়ে বাংলার শিল্পীরা

দেবলীনা কুমার এবার সংবাদ শিরোনামে উঠে এলেন বিতর্কিত গান 'গেন্দা ফুল'র হাত ধরেই। জ্যাকলিন ফারন্যানডিস এবং বাদশাহর 'গেন্দা ফুল'র বাংলা ভারশন তৈরি হল 'বড়লোকের বেটি লো' গানের জন্মদাতা রতন কাহারের হাত ধরেই। গানটির গীতিকারের হাত ধরেই ফের তৈরি 'গেন্দা ফুল'। সেখানেই বাঙালি সাজে দেখা গিয়েছে দেবলীনাকে। গানটিতে দেখা গিয়েছে বিক্রম ঘোষ এবং ইমন চক্রবর্তীকেও। রতন কাহার, বিক্রম ঘোষ, ইমন, দেবলীনার মিলমিশেই ফের শিরোনামে উঠে এল এই গান। 

অন্যান্য সময় শিমারি গাউন অথবা শাড়িতে চোখ কপালে তোলেন দেবলীনা কুমার। এবার বাঙালি সাজে 'গেন্দা ফুল'-এ জ্যাকলিনকে টেক্কা দিয়ে উঠে এলেন হেডলাইনে। নিজের রূপের ছটায় ভাইরাল হলেন দেবলীনা। ডাস্কি বিউটি হিসাবেই মাথায় আসে তাঁর নাম। যেখানে আর পাঁচজন অভিনেত্রীরা ফিল্টারের সাহায্যে ফর্সা হওয়ার চেষ্টা করেছেন সেখানে ভারতীয় গায়ের রঙ নিয়ে ভাইরাল হলেন দেবলীনা। কীভাবে নিজেকে তুলে ধুরতে হয় ভিন্ন রূপে তাই দেখিয়েছিলেন টলিউড অভিনেত্রী। দিন কতক আগে খুঁত নিয়ে প্রকাশ্যে এসেছিলেন দেবলীনা। 

Latest Videos

 

 

স্ট্রেচ মার্কস ফ্লন্ট করে ছবি আপলোড করলেন। ছবি দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছে ভক্তরা। প্রসঙ্গত লকডাউনে ফিটনেস তো দূরের বিষয়, সকলের নিত্যদিনের রুটিন গিয়েছিল বদলে। এখনও অবশ্য বদলায়নি সেই অভ্যেস। যার জেরে শরীরের মধ্যে দেখা দিচ্ছে নানা অসুস্থতা। তাই শরীরের বিভিন্ন অসুস্থতা কাটাতেই এলেন দেবলীনা কুমার। টলিউড নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইল ফিটনেসের নয়া মন্ত্র নিয়ে অনুপ্রেরণা জোগাচ্ছে হাজারও মানুষকে। 

 

 

Share this article
click me!

Latest Videos

‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border