'লক্ষ্মী ঠাকুরের কি অস্তিত্ব আছে', নেটিজেনকে কড়া জবাব দেবলীনার

  • লক্ষ্মী পুজোয় প্রেমিক গৌরবের সঙ্গে ছবি পোস্ট দেবলীনার
  • লক্ষ্মী ঠাকুরের চোখ ট্যারা কেন, প্রশ্ন নেটিজেনের
  • কড়া জবাব দিলেন অভিনেত্রী
  • প্রশংসা কুড়োলেন অনুরাগীদের  

গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমারের লক্ষ্মী পুজোর ছবিতে প্রশংসায় ভরিয়ে দিল ভক্তরা। ছবিটি লক্ষ্মী পুজোর। যেখানে লক্ষ্মীঠাকুরের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন তাঁরা। সেই ছবিতে সকল নেটিজেনের প্রশ্ন লক্ষ্মী ঠাকুর কেন ট্যারা। সেই প্রশ্নেই কড়া জবাব দিলেন দেবলীনা। তিনি বলেন, "প্রচলিত কথায় আছে। সঠিক যুক্তিটা জানি না। যেমন লক্ষ্মী মায়ের সত্যি অস্তিত্ব আছে কি। জানেন আপনি?"

দেবলীনার এই জবাবে তাঁর প্রশংসাও করেছে অনেকে। প্রসঙ্গত, গৌরব এবং দেবলীনাকে টলিউডের পাওয়ার কাপল হিসাবে ধরা হয়। পুজোর সেই সেই পাওয়াপ কাপল আগুন ধরালেন সোশ্যাল মিডিয়ায়। ব্যাকলেস লাল ব্লাউজের সঙ্গে সাদা লাল পাড় শাড়িতে সেজে উঠেছিলেন দেবলীনা। অন্যদীকে ধূসর ও নীল রঙের পাঞ্জাবীতে দেখা যাচ্ছে গৌরবকে। দু'জনের হটনেস চূড়ান্ত। সেলেব জুটি পুজো বেশ ভাইরাল হয়ে উঠেছেন। গৌরবের সঙ্গে অনিন্দিতা বসুর বিবাহবিচ্ছেদ নিয়ে নানা মুণির নান মত। কেন সম্পর্ক ভাঙল, বিয়ের কিছু বছর পরই কেন সমস্যার সৃষ্টি হল। 

Latest Videos

আরও পড়ুনঃ৪০-র দোরগোড়ায় মনামী, তবুও হটনেসের খেলায় মাত দিলেন নতুন প্রজন্মের হিরোইনদের

 

যদিও এই ধরনের প্রশ্ন এখন অতীত। গৌরবের সঙ্গে দেবলীনা কুমারের প্রেমালাপ শুরু হতেই তাঁদের নিয়েও চলেছিল নানা আলোচনা। সম্প্রতি সেই নিয়েও ফের কটাক্ষের শিকার হতে হয় দেবলীনাকে। শাড়ি, গয়না পরে ছবি পোস্ট করতেই এক নেটিজেন সেখানে লেখে, দেবলীনাকে, অনিন্দিতার মত দেখাচ্ছে। কেবল এটুকুই নেই। তার গোটা কমেন্টটি হল, "অনিন্দিতা বসুর বোন লাগছে। আসলে একই জীবনসঙ্গী তোমরা শেয়ার করছো, এটাই প্রমাণ হয়ে গেল।" এতেই চটে গিয়ে দেবলীনা লেখেন, "উফ আপনার কত বুদ্ধি। কোথায় রাখেন? হাঁটুতে?" কড়া জবাব দিতে কখনই পিছপা হন না দেবলীনা।

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata