দেবলীনা থেকে 'ডিভা', মনোক্রমে উষ্ণতার পারদ চড়ালেন নায়িকা

Published : Jul 29, 2020, 11:48 PM ISTUpdated : Jul 30, 2020, 01:19 AM IST
দেবলীনা থেকে 'ডিভা', মনোক্রমে উষ্ণতার পারদ চড়ালেন নায়িকা

সংক্ষিপ্ত

লনজ্যাঁরিতে অভিনেত্রী দেবলীনা কুমার সাদা-কালো চ্যালেঞ্জে উষ্ণতা ছড়ালেন সোশ্যাল মিডিয়ায় পারদ চড়তেই ভক্তদের কপালে হাত নতুন রূপে ছক্কা হাঁকালেন দেবলীনা

সোশ্যাল মিডিয়ায় জোর কদমে চলছে সাদা-কালো চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে গা ভাসিয়ে ছবি পোস্ট করলেন দেবলীনা কুমার। কালো রঙের স্বল্পবসনায় নিজেকে মেলে ধরলেন অভিনেত্রী। যা দেখে চোখ কপালে উঠছে সাইবারবাসীর। সম্প্রতি খেতের মাঝে ফর্মাল পোশাকে ফোটোশ্যুট করতে দেখা যায় দেবলীনাকে। তাঁর ফিটনেসও ছবিতে প্রকাশ পেয়েছে। দেবলীনা ফিটনেসের বিষয় কতখানি তা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়। লকডাউন, করোনার প্রকোপে দীর্ঘদিন বন্ধ ছিল সঠিক ভাবে ওয়ার্ক আউট করা। অবশেষে নিজের পুরনো ছন্দে ফিরেছেন দেবলীনা। চোট পাওয়া পা নিয়েই শুরু করে দিয়েছেন ওয়ার্ক আউট করা। 

আরও পড়ুনঃখুশির খবর মনামীর জীবনে, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভিডিও বার্তা অভিনেত্রীর
প্রসঙ্গত, দিন কতক আগেই নিজের প্রেমিক গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে 'কোভিড' ডেটে বেরিয়েছিলেন দেবলীনা। মাস্ক, গ্লাভস, সমস্ত নিয়মাবলী মেনে করোনার বাজারে ডেটে বেরিয়েছিলেন দেবলীনা। সাইকেলে চেপে দু'জন বেরিয়ে পড়েছেন ডেট সারতে। ভিক্টোরিয়ার সামনে সেলফি তুলে পোস্ট করেছেন দেবলীনা। নিমেষের মধ্যে ভাইরাল হলেন সেলেব জুটি। প্রসঙ্গত লকডাউনের বিনোদনের সুরাহা ছিল দেবলীনা কুমারের ইনস্টাগ্রাম। এখনও তাই আছে। লকডাউনের সময় এবং লকডাউনের পরও দেবলীনার নানা পোস্টে মনোরঞ্জন খুঁজে পেয়েছে নেটিজেনরা। 

আরও পড়ুনঃ'কঙ্গনাকে গ্রেফতার করা হোক', টুইটার ট্রেন্ডে নাজেহাল ক্যুইন

 

তাঁর ফিটনেসের পোস্টগুলিও দ্রুতগতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়। লকডাউন চলাকালীন জিমে যেতে না পারেননি, তবুও নিয়মিত ওয়ার্ক আউট করে গিয়েছেন বাড়িতেই। ওয়ার্ক আউটেরই ফল হল টোনড ব্যাক। কখনও ওয়েস্টার্ন ব্যাকলেস পোশাকে। তো কখনও শাড়ির ব্লাউজের খোলা পিঠে নজর কেড়েছেন দেবলীনা। নেটিজেনের অবশ্য তাঁকে বেশি পছন্দ শাড়িতেই। কারণ তাঁদের মতে শাড়ির ওই ব্যাকলেস ব্লাউজেই বেশি মানায় দেবলীনাকে। স্বাভাবিকভাবেই দেবলীনারও পছন্দ নিজের শাড়ি অবতার। তাই বারে বারে শাড়িতেই পোজ দিতে দেখা যায় তাঁকে। 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?