দিব্যজ্যোতি প্রপোজ করলে ঠিক কী প্রতিক্রিয়া হবে দিতিপ্রিয়ার, উত্তরেই বাজিমাত 'রানিমা'র

সম্প্রতি এসভিএফের নতুন মিউজিক ভিডিও 'দেখেছি রূপসাগরে'-তে অনবদ্য অভিনয়ে সকলকে মুগ্ধ করেছেন দিতিপ্রিয়া রায়। এই নতুন মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন দিতিপ্রিয়া-দিব্যজ্যোতি। এই প্রথমবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধলেন দিতিপ্রিয়া-দিব্যজ্যোতি। সকলের প্রিয় চেনা সুরকে নতুন ছন্দে, নতুন আঙ্গিকে সাজিয়েছেন অরিন্দম। গানটি গেয়েছেন মাহতিম সাকিম ও সূচনা শেলি। কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হল দুই তারকার, প্রথমসারির সংবাদমাধ্যমে তা খোলসা করলেন সকলের প্রিয় রানিমা।
 

জীবনের উনিশটা বসন্ত পেরিয়ে সদ্যই কুড়িতে পা দিয়েছেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোট বয়স থেকেই সকলের মধ্যমণি দিতিপ্রিয়া।  নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে বারবার প্রমাণ করে দিচ্ছেন দিতিপ্রিয়া রায়। গতে বাধা দীর্ঘ ৪ বছরের ইমেজকে ভেঙে চুরে এবার নয়া অবতার হাজির সকলের প্রিয় রানিমা। আটপৌরে শাড়ি, সাবেকি গয়না, কন্ঠীর মালা এসব এখন অতীত। রানিমার খোলস ছেড়ে বয়েজ কাট চুল, কাজল কালো চোখের চাহনিতে ঝড় তুললেন দিতিপ্রিয়া রায়। নিজেকে নিয়ে ঠিক কতটা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন তা তার সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট। 

সম্প্রতি এসভিএফের নতুন মিউজিক ভিডিও 'দেখেছি রূপসাগরে'-তে অনবদ্য অভিনয়ে সকলকে মুগ্ধ করেছেন দিতিপ্রিয়া রায়। এই নতুন মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন দিতিপ্রিয়া-দিব্যজ্যোতি। এই প্রথমবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধলেন দিতিপ্রিয়া-দিব্যজ্যোতি। সকলের প্রিয় চেনা সুরকে নতুন ছন্দে, নতুন আঙ্গিকে সাজিয়েছেন অরিন্দম। গানটি গেয়েছেন মাহতিম সাকিম ও সূচনা শেলি। কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হল দুই তারকার, প্রথমসারির সংবাদমাধ্যমে তা খোলসা করলেন সকলের প্রিয় রানিমা।

Latest Videos

 

 

এসভিএফের নতুন মিউজিক ভিডিও 'দেখেছি রূপসাগরে'র মেঠো সুর খুবই পছন্দের দিতিপ্রিয়ার। মিউজিক ভিডিওর কথা শুনেই রাজি হয়ে যান দিতিপ্রিয়া। প্রেমের মধ্যে যে এক অনুভূতি থাকে তা যেন একটু অন্যরকম ভাবে রয়েছে ভিডিওটিতে। আর সেই কারণেই বেশ মনে ধরেছে দিব্যজ্যোতির। একে অপরকে প্রায় পাঁচ বছর ধরেও চিনলেও এর আগে একসঙ্গে কাজ করা হয়নি দিতিপ্রিয়া-দিব্যজ্যোতির। 'দেখেছি রূপসাগরে' মিউজিক ভিডিওর সূত্র ধরেই বন্ধুত্ব যেন আরও গভীর হয়েছে। তবে মজার বিষয় হল দুজনেই সিঙ্গল।

 

 

প্রথমসারির সংবাদমাধ্যম থেকে দিতিপ্রিয়াকে প্রশ্ন করা হয় ,যদি দিব্যজ্যোতি প্রেমের প্রস্তাব দেন তাহলে আপনার প্রতিক্রিয়া কী হবে? স্বভাবতই প্রশ্ন শুনে চমকে যান দিতিপ্রিয়া। সটান উত্তরে বলেন এমনটা তো আগে কখনও ভাবিনি। তবে আমার মনে হয় যে আমাকে প্রেমের প্রস্তাব দেবে আমাকে আগে বুঝতে হবে তার প্রতি আমার ভাললাগা না ভালবাসা কোনটা আছে। আমার তো মনে হয় মানুষ নিজেকে আগে ভালবাসতে শিখুক তারপর অন্যকে ভালবাসবে। তবে দিতিপ্রিয়ার কথা শুনে মছার ছলে দিব্যজ্যোতি বলেন বিষয়টা নিয়ে তাকেও ভেবে দেখতে হবে। দিব্যজ্যোতি আরও বলেন অভিনয়ের পাশাপাশি আর অন্যান্য বিষয়ের দিকেও নজর থাকে দিতিপ্রিয়ার। যেমন একটা দৃশ্যের মধ্যেই আচমকা বৃষ্টি বন্ধ হয়ে যায়, তখন দিতিপ্রিয়াই বোতল ফুটে করে নকল বৃষ্টির পরামর্শ দেন।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury