দিতিপ্রিয়ার স্নিগ্ধতায় ভরছে চারপাশ, 'রাণী রাসমণি'র রূপ থেকে আমূল পরিবর্তন

Published : Nov 09, 2020, 11:59 PM ISTUpdated : Nov 10, 2020, 06:48 AM IST
দিতিপ্রিয়ার স্নিগ্ধতায় ভরছে চারপাশ, 'রাণী রাসমণি'র রূপ থেকে আমূল পরিবর্তন

সংক্ষিপ্ত

রাণী রাসমণির ভিন্ন অবতার সাদা পোশাকে ধরা দিলেন দিতিপ্রিয়া রায় স্নিগ্ধতায় ভরিয়ে দিলেন অভিনেত্রী ছবিতে ভাইরাল দিতিপ্রিয়ার অন্য রূপ

রাণী রাসমণি ধারাবাহিকে একেবারে ভিন্ন অবতারে দেখা যায় তাঁকে। শাড়ি পরে, বনেদি সাজে, রূপের মধ্যে এক গাম্ভীর্য। তবে ব্যক্তিগত জীবনে সবে স্কুল পাশ করা দিতিপ্রিয়া স্বাভাবিকভাবে একেবারে অন্যরকম। প্রথমত তাঁর স্টাইল স্টেটমেন্টে রয়েছে ভিন্নতার ছোঁয়া। তাঁর বহু ভক্তদের মতে তাঁকে খানিক অল্প বয়সী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মত দেখতে লাগে। একই ধরণের হেয়ারকাট, সাজ পোশাকেও রয়েছে মিল। 

সেই সাজের বহর নিয়ে এবার স্নিগ্ধতায় ভরা ছবি পোস্ট করলেন দিতিপ্রিয়া। সাদা পোশাকে শহরের এক টুকরো সবুজ পরিবেশের মাঝে চলেছে দিতিপ্রিয়ার ফোটোশ্যুট। এমন স্নিগ্ধতায় ভরা দিতিপ্রিয়ার রূপ চট করে দেখা যায় না। সাদা রঙের ড্রেসের সঙ্গে কালো লাল ঘড়ি। দিতিপ্রিয়ার সাজে অভিনবত্ব কতখানি তা প্রকাশ পায় সর্বদা। 

আরও পড়ুনঃ'অশ্লীল' পোজে সমুদ্রের মাঝে মোনালিসা, কুমন্তব্যে ভরছে নেটদুনিয়া

 

লম্বা ঘন চুল, অতিরিক্ত মেকআপ, সাজের বহর এসবের মাঝে দিতিপ্রিয়া কখনই নিজেকে জড়ান না। তাঁর কাছে ফ্যাশন কিংবা স্টাইল মানেই কমফার্টটাই আগে। সাজের চাপে নিজেকে বেঁধে ফেলেন না তিনি। বরং স্বাধীনভাবে মনের মত সাজেন দিতিপ্রিয়া। তাই গতে বাঁধা সৌন্দর্যের থেকে ঢের দূরে থেকেও ভক্তদের মন জয় করেন এই ইউনিক অবতারে।

PREV
click me!

Recommended Stories

সন্তানকে মেরে ফেলার হুমকি! মেসি কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন টলিতারকা শুভশ্রী
যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা