প্রেম নয়, ঘটকালিতে ওস্তাদ সন্দীপ্তা, দুর্গাপুজোয় কী প্ল্যান, অকপট আড্ডায় জানালেন টলি নায়িকা


পুজোতে আনন্দ-হুল্লোড় করতে ভীষণই ভালবাসেন সন্দীপ্তা। শুটিংয়ের কাজে বাইরে থাকলেও পুজোর কটাদিন নিজের হোমটাউনে থাকতেই পছন্দ করেন। সেই তালিকায় রয়েছেন টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী সন্দীপ্তা সেন। এবার পুজোতে কী প্ল্যান সন্দীপ্তার, জানালেন নিজেই।

বাঙালির দুর্গাপুজো নিয়ে আনন্দের শেষ নেই। চারিদিকে আলোয় সেজে উঠেছে তিলোত্তমা। আকাশে-বাতাসে ছড়িয়ে পড়েছে  পুজোর গন্ধ। পুজোর সাজগোজ, খাওয়া-দাওয়া, ঠাকুর দেখা সব প্ল্যান ঠিকও হয়ে গেছে। এবার শুধু ঠাকুর দেখতেযাওয়ার অপেক্ষা। হাজারো কাজের ব্যস্ততার মধ্যে টলি তারকারাও নিজেজের সময় বার করে প্যান্ডেল হপিংয়ে মেতে ওঠেন। এমন অনেকেই আছেন যারা শুটিংয়ের কাজে বাইরে থাকলেও পুজোর কটাদিন নিজের হোমটাউনে থাকতেই পছন্দ করেন। সেই তালিকায় রয়েছেন টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen) । এবার পুজোতে কী প্ল্যান সন্দীপ্তার, জানালেন নিজেই।

 

Latest Videos

 

আরও পড়ুন-আবিরের সতর্কতা আর মধুমিতার চুটিয়ে আড্ডা, এবার পুজোয় কার কি প্ল্যান, আড্ডায় আবির-মধুমিতা

আরও পড়ুন-পোশাকের হাতা নিচে নামতেই স্পষ্ট অন্তর্বাস, গোলাপি 'স্পোর্টস ব্রা'-তেই ছক্কা হাঁকালেন নুসরত

আরও পড়ুন-সাজগোজ- পেটপুজো-আড্ডা দেদার চলবে বাড়ির অন্দরেই, ঈশানের প্রথম পুজোর প্ল্যান জানালেন নুসরত

 

পুজোতে আনন্দ-হুল্লোড় করতে ভীষণই ভালবাসেন সন্দীপ্তা (Sandipta Sen)।  পুজোতে কলকাতাতেই থাকতে চান অভিনেত্রী। এবং সবকিছু ঠিক থাকলে বাইরে ঘুরতে যাওয়ারও প্ল্যান রয়েছেন সন্দীপ্তার। পুজোর প্রসঙ্গে কথা বলতে গিয়েই টেনে এনেছেন পুরোনো পুজোর স্মৃতি। পুজোতে কী পোশাক পরছেন সন্দীপ্তা, এই প্রসঙ্গে অভিনেত্রী জানান এমন পোশাকই তিনি বাছবেন যেটায় নিজে কমফরটেবল থাকতে পারেন। তবে পুজো মানেই শাড়ি মাস্ট। পাশাপাশি কুর্তি, সালোয়ার, ওয়েস্টার্ন তো থাকছেই। 

 

 

দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি দেওয়া থেকে পুজো প্রেম নিয়েও মুখ খুলেছেন সন্দীপ্তা। অষ্টমীর অঞ্জলি দিতে গিয়ে সারা বছরের মনের কথা মাকে খুলে বলে দিতেন সন্দীপ্তা। তবে প্রেমের কথা শুনতেই মুখে ফুটে উঠেছে মৃদু হাসি। পুজোর প্রেম ঘটকালি করতেও বেশ সিদ্ধহস্ত সন্দীপ্তা। ছোটবেলার রাইড চড়াকে এখনও মিস করেন সন্দীপ্তা।  অন্যদিকে দুর্গাপুজোয় পুজোর নতুন গান নিয়েও হাজির হয়েছেন সন্দীপ্তা সেন। উজ্জয়িনী গাওয়া 'মর্ডান নারী' গানের তালে সন্দীপ্তার হট মুভস নজর কেড়েছে ভক্তদের। গানে তিনটি লুকে নজর কেড়েছেন সন্দীপ্তা। নিজের সুস্থতা নিজের হাতে, অতিমারির কথা মাথায় রেখে সাবধানতা মেনে, মুখে মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিসট্যান্স মেনেই সকলকে বেরানোর অনুরোধ জানিয়েছেন সন্দীপ্তা সেন।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury